Saturday, August 23, 2025

ভোট এলেই ক্যা! মতুয়ারা নাগরিক না হলে মোদি কী করে প্রধানমন্ত্রী? তোপ দাগলেন মমতা

Date:

ভোট এলেই CAA-NRC নিয়ে ষড়যন্ত্র করে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার, কৃষ্ণনগরের জনসভা থেকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “নির্বাচন আসলে মনে পড়ে ক্যা ক্যা ক্যা। ক্যা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। নির্বাচন আসলেই তাঁদের মাথায় এনআরসি ঢোকে। মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশী-পাহাড়িদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। তারা করতে চায় না। সবাই এক নয়।“ বিজেপি-র মতুয়াদের নিয়ে রাজনীতির বিরুদ্ধেও তীব্র আক্রমণ করেন মমতা। প্রশ্ন তোলেন আপনারা যদি নাগরিক না হন, তাহলে আপনাদের ভোটে জিতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কী করে?

বাংলায় CAA চালু করতে মতুয়াদের সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছে গেরুয়া শিবির। ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ। এদিন সভামঞ্চ থেকে তারই জবাব দেন মমতা। বলেন, “আপনার ভোটেই তো নরেন্দ্র মোদি জিতেছে। প্রধানমন্ত্রী হয়েছে। রানাঘাটের সব ভোট তো নিয়ে গিয়েছে। উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কী করে? আপনাদের যদি ভোটাধিকার না থাকে। আপনাদের যদি ভোটাধিকার না থাকে, তাহলে আমাদের জিতিয়েছেন কী করে? এটা পুরো মিথ্যে কথা।“ মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন,”আমি মতুয়া ভাই-বোনেদের বলছি, আপনারা এখানকার নাগরিক। পুরোপুরি নাগরিক। আপনাদের উপর কোনও রকম কেউ কিছু করতে পারবে না। বুকে হাত দিয়ে বলুন, চাকরি করেন? দোকান আছে? রেশন কার্ড পান? স্বাস্থ্যসাথী পান? লক্ষ্মী ভান্ডার পান? জমি জায়গা আছে? সবই যখন আছে, আপনার অধিকার।“ এরপরেই মমতার বার্তা “আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে দেব না। আমি জীবন দিতে তৈরি। নাগরিকত্ব কাড়তে দেব না। আপনারা যদি নাগরিক না হন, তাহলে আমিও নাগরিক নই।“

আত্মপ্রত্যায়ী মমতার দাবি, “২০২৪ এ বিজেপি ক্ষমতায় আসবে না। আসতে পারে না। কারণ আগের বার বিহার-ঝাড়খন্ডে তাদের সরকার ছিল। বিহার-ঝাড়খন্ড কোথাও নেই। কর্নাটকে হারবে। কেরলে হারবে। তামিলনাড়ুতে আমাদের বন্ধু সরকার। গুজরাটে আগের বার সব সিট পেয়েছিল। ষাটে ষাট। উত্তর প্রদেশে সব পেয়েছিল। এবার কি মনে করেন সব সিট পাবে?’

গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি তৃণমূল। সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে কৃষ্ণনগরে গিয়ে সেই কথা বলে বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন মমতা। প্রশ্ন তোলেন, “বিজেপি-র বিধায়ক, সাংসদরা এলাকার উন্নতিতে কী করেছেন? তারপরও কেন ভোট দিয়েছেন?“ বলেন, “নির্বাচনের আগে বিজেপি আসে, আর তারপরে তোমার দেখা নেই“। বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে দেখে নিয়ে আসতে চায়। তারা বাংলার লোক নয়, মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য, তাদের কাছে নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। আমি চাই, মতুয়ারা এখানকার নাগরিক। রাজবংশীরা এখানকার নাগরিক। উদ্বাস্তুরা এখানকার নাগরিক। আদিবাসীরা এখানকার নাগরিক। সংখ্যালঘুরা এখানকার নাগরিক- স্পষ্ট বার্তা মমতার।

বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে দেখে নিয়ে আসতে চায়। তারা বাংলার লোক নয়, মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য, তাদের কাছে নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। আমি চাই, মতুয়ারা এখানকার নাগরিক। রাজবংশীরা এখানকার নাগরিক। উদ্বাস্তুরা এখানকার নাগরিক। আদিবাসীরা এখানকার নাগরিক। সংখ্যালঘুরা এখানকার নাগরিক। আপনারা যদি নাগরিক না হন, তাহলে আমিও নাগরিক নই।’

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version