Tuesday, August 26, 2025

রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনতে হবে- শান্তিপুরে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনতে হবে- বুধবার, শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির রাস উৎসবে যোগ দিয়ে মন্তব্য় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নদিয়ার (Nadia) জেলাশাসককে এবিষয়ে রাজ্যের পর্যটন দফতরের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি ।

৩ দিনের সফরে নদিয়া গিয়েছেন মমতা। এদিন কৃষ্ণনগরে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে শান্তিপুরে চলে যান মুখ্যমন্ত্রী। নবদ্বীপের পাশাপাশি শান্তিপুরেও রাস উৎসব চলছে। সেখানে বড় গোস্বামী বাড়িতে রাস উৎসব দেখতে যান মমতা। তিনি বলেন, “জেলাশাসককে বলব, সারা বিশ্বের ইউনেস্কোর একটি ফোরাম বেঙ্গলকে ট্যুরিজম ডেস্টিনেশন করেছে। তাই যদি হয়ে থাকে, তাহলে রাসমেলাকেও পর্যটক মানচিত্র তুলে আনতে হবে। পর্যটক দফতরের সঙ্গে কথা বলুন”।

শান্তিপুরের বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি ৫০০ বছরের পুরনো রাস উৎসব। প্রায় ১৫টি প্রজন্ম ধরে চলছে এই পুজো। সেখানে গিয়ে পুজো দেন, আরতি করেন মুখ্যমন্ত্রী। এরপরে বলেন, “আমি ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে এলাম। ও আমার ভাইয়ের মতো। এটা একটা ঐতিহাসিক বাড়ি৷ চিরকালীন প্রাধান্য রয়ে গেছে চৈতন্যদেবের। আমি কৃতজ্ঞ ব্রজদের বাড়িতে এলাম। আমি ইচ্ছা করেই সময় বেছে নিয়েছি। আমি এই প্রথম এলাম, দারুণ অভিজ্ঞতা হল। বিভিন্ন রূপে সকলের পুজো হল। আমি ঘুরে দেখব সবটাই। নদিয়ায় থাকার জায়গা নেই৷ আমি ব্রজকে বলেছি এখানে এসেই থাকব।” রাস মেলা ঘুরে দেখেন মমতা।

তারপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আমি জেলাশাসককে বলব, রাসমেলাকেও রাজ্যের ট্যুরিজম ডেস্টিনেশন ম্যাপে আনুন। পর্যটন দফতরের সঙ্গে কথা বলে নিন। তাঁর ঘোষণাতেই পরিষ্কার, পর্যটনের উন্নতিতে এবার রাসকে হাতিয়ার করতে চলেছেন তিনি। ৮ তারিখ মঙ্গলবার থেকে নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব শুরু হয়েছে। ১০ তারিখে শান্তিপুরে রয়েছে ভাঙা রাস। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই নদিয়া সফর। বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- জিটিএর উদ্যোগে শিলিগুড়ি-দার্জিলিং আরও কম সময়ে, তৈরি হবে ৩৩কিমি দীর্ঘ নতুন রাস্তা

Related articles

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...
Exit mobile version