Sunday, November 9, 2025

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ঘিরে এক্সাইড মোড়- ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমার

Date:

রাজ্য সরকার (Government of West Bengal) প্রতি মুহূর্তে চাকরিপ্রার্থীদের সমস্যা মেটানোর চেষ্টা করছে, অথচ নিয়োগ আন্দোলনের নামে বারবার উত্তেজনার পরিস্থিতি তৈরি করার অভিযোগ টেট (TET)উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিরুদ্ধে। দুপুর গড়াতেই উত্তেজনা আরও বাড়ল এক্সাইড মোড়ে (Exide more) । সকাল থেকেই টেট প্রার্থীদের বিক্ষোভ আটকাতে সবরকমের প্রস্তুতি নিয়েছিল পুলিশ (Kolkata Police)। বেলা বাড়তেই বদলে গেল কলকাতার রাজপথের ছবি। সরাসরি নিয়োগের দাবিতে বুধবার পথে নামেছেন শয়ে শয়ে টেট উত্তীর্ণ প্রার্থীরা। আর তারপরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা, এক্সাইড চত্বর। এরপর চাকরিপ্রার্থীরা এগিয়ে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে।পুলিশ (Kolkata Police)পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে চলেছে। কিন্তু কোনও ভাবেই পুলিশের সঙ্গে কোনও রকম সহযোগিতা করছেন না চাকরি প্রার্থীরা। পুলিশ বাধ্য হয়ে কিছু বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে তাঁরা গাড়ির নিচে শুয়ে পড়েন। অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে চলেছে। এর আগে এই ২০১৪-র টেট উত্তীর্ণ প্রার্থীদের সল্টলেকের রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। পরে আদালতের নির্দেশে তাঁদের তুলে দিয়েছিল পুলিশ। আর এবার কৌশল বদলে কার্যত অতর্কিতে আন্দোলন শুরু করেন চাকরি প্রার্থীরা। এদিন ছোট ছোট দলে ভাগ হয়ে কেউ মেট্রোতে, কেউ ট্রেনে চেপে ধর্মতলায় পৌঁছে যায়।

একদিকে রাজ্য সরকার এবং শিক্ষা পর্ষদ নিয়োগ জটিলতা কাটিয়ে সুস্থ ভাবে পরীক্ষা পরিচালনা করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই প্রাথমিকে টেটের তারিখ ঘোষণা করা হয়েছে। ৭ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এভাবে চাকরি প্রার্থীদের বিক্ষোভকে সমর্থন করছেন না রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি বুধবার সল্টলেকের করুণাময়ীতে জমায়েতের ডাক দেন চাকরিপ্রার্থীরা। সেক্টর ফাইভ মেট্রো স্টেশনেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। এদিন চাকরিপ্রার্থীদের অভিযান ঠেকাতে সল্টলেকের বিভিন্ন মেট্রো স্টেশন ও রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিয়ালদহ স্টেশনেও তল্লাশি চালায় পুলিশ। বিক্ষোভকারী সন্দেহে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। এদিকে এক্সাইড চত্বর থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত বিক্ষোভের জেরে স্তব্ধ আশুতোষ মুখোপাধ্যায় রোড, এজেসি বোস রোড । রাস্তায় , বাসের তলায় শুয়ে পরে পরিস্থিতি উত্তেজনাময় করার চেষ্টা চাকরিপ্রার্থীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসের সামনে গার্ড রেল ভেঙেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ডি সি সাউথ আকাশ মাঘারিয়া (Akash Magharia)।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version