Tuesday, November 11, 2025

ভোটের লড়াইয়ে জাদেজার স্ত্রী রিভাবা! গুজরাটে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Date:

নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে গুজরাটে(Gujrat)। এহেন প্রস্তুতির মাঝে এবার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল গুজরাটের বিজেপি। গেরুয়া শিবিরের সেই প্রার্থী তালিকায় দেখা গেল চমক। গুজরাট নির্বাচনে জামনগর(Jamnagar) থেকে বিজেপির(BJP) টিকিটে প্রার্থী হলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) স্ত্রী রিভাবা।

দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচনকে মাথায় রেখে বৃহস্পতিবার গুজরাটে বিধানসভা নির্বাচনের। প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। এই তালিকায় দেখা গেল একের পর এক চমক। ঘাটলোডিয়া কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে। তারকা ইমেজ মাথায় রেখে প্রার্থী করা হয়েছে রবীন্দ্র জাদেজা স্ত্রী রিভাবাকে। এছাড়াও মোরবিতে ভয়াবহ সেতু দুর্ঘটনায় উদ্ধারকার্জে হাত লাগিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো প্রাক্তন বিধায়ক কান্তিলালকে এবার টিকিট দিয়েছে বিজেপি। তাকে প্রার্থী করা হয়েছে ওই মোরবি কেন্দ্রে। প্রাক্তন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল, যিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি ভিরামগাম আসন থেকে বিজেপি-র হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি মাজুরা আসন থেকে নির্বাচনে লড়বেন। সব মিলিয়ে গুজরাটের প্রার্থী তালিকায় চমক দিতে কোনও খামতি রাখেনি শাসক দল। পাশাপাশি এবার নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল সহ বেশ কয়েকজন প্রবীণ নেতা

অবশ্য গুজরাট নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা দেখে রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘ বছর গুজরাটের শাসন ভার সামলানো বিজেপির এবার তথৈবচ অবস্থা। প্রতিদ্বন্দ্বী হিসেবে আম আদমি পার্টি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তাদের। এই অবস্থায় রীতিমতো অংক কষে এবারের নির্বাচনে প্রার্থী ঠিক করছে গেরুয়া বাহিনী। উল্লেখ্য, ১ ডিসেম্বর গুজরাট রাজ্যের ৮৯টি বিধানসভা আসনে এবং পাঁচ ডিসেম্বর ৯৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজ্যে নির্বাচনের প্রথম ধাপে ৮৯টি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নের শেষ তারিখ ১৪ নভেম্বর। পাঁচ ডিসেম্বর দ্বিতীয় দফায় ৯৩টি বিধানসভা আসনের জন্য মনোনয়নের শেষ তারিখ ১৭ নভেম্বর।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version