Sunday, May 4, 2025

রাজ্যে বাড়ছে ডেঙ্গির (dengue) দাপট। পরিস্থিতি মোকাবেলায় করা ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal) ।নজরদারি বাড়াতে জেলা শাসকদের (DM)নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, ডেঙ্গি দমনে, ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এর মাঝে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত্যুর খবর মিলল। উত্তরপাড়া পুরসভার (Uttarpara Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের স্বপন ঘোষ নামে এক ব্যক্তির মৃ*ত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কলকাতাতেও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত এক।

ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়ছে হুগলির পরিসংখ্যানে। উত্তরপাড়ায় এই মৃ*ত্যু ঘিরে চিন্তিত প্রশাসন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি বিশ্বাস বলেন,উত্তরপাড়ায় ১৬,১৮,১৯ দিয়ে ডেঙ্গি শুরু হয়েছিল। মানুষকে সচেতন থাকার পাশাপাশি পুরসভার কর্মীদের সঙ্গে সহযোগিতা করার কথাও বলেন তিনি। রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। নাইসেড সূত্রে খবর, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে DENG 2- এর প্রকোপ বেড়েছে। কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর ( department of health)।

ডেঙ্গির মোকাবিলায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। রাস্তায় নেমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার তার নিজের এলাকায় প্রচার অভিযান চালানোর পাশাপাশি চেতলা সংলগ্ন বিভিন্ন জায়গায় গিয়ে সচেতনতার প্রচার করেন তিনি। বৃহস্পতিবারও ডেঙ্গিপ্রবণ এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা বলেন তিনি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ডেঙ্গি প্রবণ এলাকায় যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷ সেখানে কেমন চলছে চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, তা খতিয়ে দেখছে এই বিশেষ দল।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version