Sunday, November 9, 2025

ফের ডেঙ্গির চোখ রাঙানি: উত্তরপাড়ার মৃ*ত ১, কড়া বার্তা মেয়রের

Date:

রাজ্যে বাড়ছে ডেঙ্গির (dengue) দাপট। পরিস্থিতি মোকাবেলায় করা ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal) ।নজরদারি বাড়াতে জেলা শাসকদের (DM)নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, ডেঙ্গি দমনে, ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এর মাঝে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত্যুর খবর মিলল। উত্তরপাড়া পুরসভার (Uttarpara Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের স্বপন ঘোষ নামে এক ব্যক্তির মৃ*ত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কলকাতাতেও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত এক।

ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়ছে হুগলির পরিসংখ্যানে। উত্তরপাড়ায় এই মৃ*ত্যু ঘিরে চিন্তিত প্রশাসন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি বিশ্বাস বলেন,উত্তরপাড়ায় ১৬,১৮,১৯ দিয়ে ডেঙ্গি শুরু হয়েছিল। মানুষকে সচেতন থাকার পাশাপাশি পুরসভার কর্মীদের সঙ্গে সহযোগিতা করার কথাও বলেন তিনি। রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। নাইসেড সূত্রে খবর, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে DENG 2- এর প্রকোপ বেড়েছে। কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর ( department of health)।

ডেঙ্গির মোকাবিলায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। রাস্তায় নেমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার তার নিজের এলাকায় প্রচার অভিযান চালানোর পাশাপাশি চেতলা সংলগ্ন বিভিন্ন জায়গায় গিয়ে সচেতনতার প্রচার করেন তিনি। বৃহস্পতিবারও ডেঙ্গিপ্রবণ এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা বলেন তিনি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ডেঙ্গি প্রবণ এলাকায় যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷ সেখানে কেমন চলছে চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, তা খতিয়ে দেখছে এই বিশেষ দল।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version