কলকাতার রাস্তায় টাকার বৃষ্টি! ট্রাফিক সামলাতে নাকাল পুলিশ

ব্যস্ত সময় কলকাতা(Kolkata) রাস্তায় টাকা ওড়াচ্ছে যুবক। সেই টাকা কুড়াতে যুবকের পিছনে দৌড়াচ্ছে জনতা। এরপর সকালে এই ঘটনা দেখা গেল কলকাতার সূর্য সেন স্ট্রিটে(Surya Sen Street)। টাকা কুড়াতে রাস্তায় জমে যায় ভিড়। ফলস্বরূপ তৈরি হয় ব্যাপক যানজট। ট্রাফিক(Traffic) সামলাতে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে।

ন্যাড়া মাথা, অবিন্যস্ত পোশাকের ওই যুবক কে বুধবার সকালে দেখা যায় সূর্যসেন স্ট্রিটের রাস্তায়। তার হাতে ছিল টাকা ভর্তি একটি প্লাস্টিকের প্যাকেট। যুবককে টাকা উঠাতে দেখে তার পেছনে ছুটে একদল লোক। রাস্তায় টাকার বৃষ্টি দেখে লোভ সামলাতে পারেননি পথচারীরাও। টাকা কুড়াতে গিয়ে পাশের লোকের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে অনেকের। ওই যুবক কখনও উঠেছেন ফুটপাতে, কখনও নেমেছেন রাস্তায়। তাঁর পথকেই অনুসরণ করেছে টাকা কুড়ানির দল। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১০টা নাগাদ। তখন রাস্তায় গাড়ির ভিড়। স্বাভাবিকভাবেই শ্লথ হয়ে পড়ে যান চলাচল। সেই সময় ওখানে ডিউটি করছিলেন এক সিভিক ভলান্টিয়ার। তিনি ওই দৃশ্য দেখে কৌতূহলী জনতাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর কথায় কান দেয় কে! সবই ব্যস্ত টাকা কুড়াতে।

এদিকে ট্রাফিক সামলাতে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে। খবর যায় শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষের কাছে। তিনি বাইক নিয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় আসেন। দৌড়ে গিয়ে ওই যুবকের কাছ থেকে ছিনিয়ে নেন প্লাস্টিকের ব্যাগটি। পরে ভিড়ের মধ্যে পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যান ওই যুবক। এরপর ওই টাকা ভর্তি ব্যাগটি মুচিপাড়া থানার হাতে তুলে দেওয়া হয়। দেখা যায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৪৮ হাজার ৫৭৫ টাকা। পুলিশ জেনেছে, ওই যুবক কোনও ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা হাতিয়েছিল। অপ্রকৃতস্থ হওয়ার কারণে তিনি ওই টাকা ওড়াচ্ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই যুবককে শনাক্ত করার চেষ্টা করছে থানা। তাঁকে পাওয়া গেলেই জানা যাবে, ওই টাকা তিনি কোথা থেকে পেয়েছিলেন।