Sunday, November 9, 2025

প্রত্যেকদিন নিরলস প্রচেষ্টার মাধ্যমে টেকনো ইন্ডিয়া গ্রুপকে (Techno India Group) একের পর এক মাইলস্টোন তৈরির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন যিনি, সেই সত্যম রায়চৌধুরীকে (Satyam Roychowdhury) এবার ‘চাণক্য’ পুরস্কারে (Chanakya Award) সম্মানিত করা হল। জীবনে উন্নতির শিখরে পৌঁছতে গেলে শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য। আর সঠিক পরিসর তৈরি করতে পারলে ভবিষ্যতের সম্ভাবনাময় প্রতিভা খুব তাড়াতাড়ি বিকশিত হতে পারে। ঠিক এমনটাই বিশ্বাস করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (SNU) আচার্য সত্যম রায়চৌধুরী (Satyam Roychowdhury)। শিক্ষার প্রসারে তাঁর অগ্রণী ভূমিকা কথা মাথায় রেখেই পাবলিক রিলেশনস কাউন্সিল অফ ইন্ডিয়া’র (PRCI) তরফে তাঁকে এই বিশেষ পুরস্কারে সম্মানিত করা হল।

শুক্রবার কলকাতায় দু’দিন ব্যাপী ১৬তম ‘গ্লোবাল কমিউনিকেশন কনক্লেভ’-এর (Global Communication Conclave) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই সত্যম রায়চৌধুরীর হাতে এই সম্মান তুলে দেন রাজ্যের বিদ্যুৎ, আবাসন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও চিত্র পরিচালক অরিন্দম শীল(Arindam Sil) সহ বিনোদন, ক্রীড়া এবং শিক্ষা জগতের অন্যান্য ব্যক্তিত্বরা। পুরস্কার পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে সত্যম রায় চৌধুরী জানান এই বিশেষ সম্মান তাঁকে অনুপ্রাণিত করবে আগামীতে আরও বড় কিছু করার জন্য। টেকনো ইন্ডিয়া গ্রুপ এভাবেই শিক্ষার প্রসারে নিজেদের কাজ করে যাবে বলেই আশ্বস্ত করেন তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র অ্যাডভাইসর কাঞ্চন গুপ্ত এই অনুষ্ঠানে পেশাদার জনসংযোগের গুরুত্ব আর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version