Friday, November 14, 2025

প্রত্যেকদিন নিরলস প্রচেষ্টার মাধ্যমে টেকনো ইন্ডিয়া গ্রুপকে (Techno India Group) একের পর এক মাইলস্টোন তৈরির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন যিনি, সেই সত্যম রায়চৌধুরীকে (Satyam Roychowdhury) এবার ‘চাণক্য’ পুরস্কারে (Chanakya Award) সম্মানিত করা হল। জীবনে উন্নতির শিখরে পৌঁছতে গেলে শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য। আর সঠিক পরিসর তৈরি করতে পারলে ভবিষ্যতের সম্ভাবনাময় প্রতিভা খুব তাড়াতাড়ি বিকশিত হতে পারে। ঠিক এমনটাই বিশ্বাস করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (SNU) আচার্য সত্যম রায়চৌধুরী (Satyam Roychowdhury)। শিক্ষার প্রসারে তাঁর অগ্রণী ভূমিকা কথা মাথায় রেখেই পাবলিক রিলেশনস কাউন্সিল অফ ইন্ডিয়া’র (PRCI) তরফে তাঁকে এই বিশেষ পুরস্কারে সম্মানিত করা হল।

শুক্রবার কলকাতায় দু’দিন ব্যাপী ১৬তম ‘গ্লোবাল কমিউনিকেশন কনক্লেভ’-এর (Global Communication Conclave) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই সত্যম রায়চৌধুরীর হাতে এই সম্মান তুলে দেন রাজ্যের বিদ্যুৎ, আবাসন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও চিত্র পরিচালক অরিন্দম শীল(Arindam Sil) সহ বিনোদন, ক্রীড়া এবং শিক্ষা জগতের অন্যান্য ব্যক্তিত্বরা। পুরস্কার পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে সত্যম রায় চৌধুরী জানান এই বিশেষ সম্মান তাঁকে অনুপ্রাণিত করবে আগামীতে আরও বড় কিছু করার জন্য। টেকনো ইন্ডিয়া গ্রুপ এভাবেই শিক্ষার প্রসারে নিজেদের কাজ করে যাবে বলেই আশ্বস্ত করেন তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র অ্যাডভাইসর কাঞ্চন গুপ্ত এই অনুষ্ঠানে পেশাদার জনসংযোগের গুরুত্ব আর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version