Tuesday, November 11, 2025

‘আমাদের জন্য এই জয়টি খুব বড়’, বিএফসিকে হারিয়ে বললেন স্টিফেন

Date:

শুক্রবার আইএসএল-এ দ্বিতীয় জয় পায় ইস্টবেঙ্গল এফসি। অ‍্যাওয়ে ম‍্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে আনে স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন ক্লেইটন সিলভা। আর এই জয় পেয়ে খুশি লাল-হলুদর হেড কোচ।

এই জয় নিয়ে লাল-হলুদের হেডস‍্যার বলেন,” আমি খুব খুশি। আমি খুব একটা হতাশ হয়ে পড়ি না যখন আমরা হারি, এবং জিতলে খুব বেশি উচ্ছ্বসিত হই না। আমার মনে হয় আমরা এই জয়ের যোগ্য দাবিদার, আমরা ভালো দল ছিলাম। গত পাঁচ সপ্তাহ ধরে যেটি বলে এসেছি, আমি কোনও অজুহাত দিতে চাইছি না যে আমরা নতুন দল এবং আমরা নিজেদের গড়ে তুলছি। সঠিক পথে এটি আমাদের আরও এক পদক্ষেপ। আমরা এখনও শেষ হয়ে যাইনি। প্রতি সপ্তাহে আমরা ভালো হচ্ছি এবং এই ম্যাচে, ছেলেরা অসাধারণ খেলেছে। তাই ফুটবলারদের ও সমর্থকদের শুভেচ্ছা জানাই।”

বিএফসির বিরুদ্ধে নজর কারেন ইভান গোঞ্জালেজ। তাঁর পারফরম্যান্স নিয়ে স্টিফেন বলেন, “আমায় বলতেই হয় ও দারুণ খেলেছে। আপনি কেবল একজন ফুটবলারকে নিয়ে ক্লিন শিট আনতে পারেন না। গোটা দলই ভালো খেলেছে। আমি ইভানকে নিয়ে খুশি, তবে আমি আরও খুশি যে আমরা ক্লিনশিট ধরে রেখেছি, যা এই মরশুমে আমাদের প্রথম। ছেলেদের কৃতিত্ব, ওরা খুব পরিশ্রম করেছে এবং কর্মীরাও তাই। এটি একটি দলগত প্রয়াস।”

আইএসএলের দ্বিতীয় জয়। এই জয় দলকে কতটা অনুপ্রাণিত করবে? এর জবাবে স্টিফেন বলেন, “প্রতিটা ম্যাচই আমাদের জন্য কঠিন। আমার মনে হয় না ভারতে কেউ আশা করেছিল আমরা এখানে এসে বেঙ্গালুরু এফসিকে হারাবো।  আমার মনে হয় ওরা খুব ভালো দল এবং ওদের প্রতি সম্মান রয়েছে। তবে আমাদের জন্য এই জয়টি খুব বড়। আমরা তিন পয়েন্ট পেয়েছি। আমি খুশি আমরা সমর্থকদের এই জয় দিতে পেরেছি, আর ওরা শান্তিতে ঘুমোতে পারবে।”

এদিকে ম্যাচের পর সাংবাদিক বৈঠক শুরু করার আগে স্টিফেন এই জয় উৎসর্গ করেন প্রয়াত ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর সাহা ও তার পরিবারের উদ্দেশ্যে। জয়শঙ্কর সাহার পাশে দাঁড়িয়েছে বিএফসিও। ডার্বি ম‍্যাচে খেলা দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জয়শঙ্করের পাশে দাঁড়িয়েছে লাল-হলুদের সমর্থরা। তারা অর্থ সংগ্রহ করে প্রয়াত জয়শঙ্কর সাহার পরিবারের হাতে তুলে দেবেন। জয়শঙ্কর সাহার পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন বিএফসিরও।

আরও পড়ুন:ভিলেন বৃষ্টি, টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচে নতুন নিয়ম আনল আইসিসি :সূত্র

 

 

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version