Sunday, November 9, 2025

‘আমাদের জন্য এই জয়টি খুব বড়’, বিএফসিকে হারিয়ে বললেন স্টিফেন

Date:

শুক্রবার আইএসএল-এ দ্বিতীয় জয় পায় ইস্টবেঙ্গল এফসি। অ‍্যাওয়ে ম‍্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে আনে স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন ক্লেইটন সিলভা। আর এই জয় পেয়ে খুশি লাল-হলুদর হেড কোচ।

এই জয় নিয়ে লাল-হলুদের হেডস‍্যার বলেন,” আমি খুব খুশি। আমি খুব একটা হতাশ হয়ে পড়ি না যখন আমরা হারি, এবং জিতলে খুব বেশি উচ্ছ্বসিত হই না। আমার মনে হয় আমরা এই জয়ের যোগ্য দাবিদার, আমরা ভালো দল ছিলাম। গত পাঁচ সপ্তাহ ধরে যেটি বলে এসেছি, আমি কোনও অজুহাত দিতে চাইছি না যে আমরা নতুন দল এবং আমরা নিজেদের গড়ে তুলছি। সঠিক পথে এটি আমাদের আরও এক পদক্ষেপ। আমরা এখনও শেষ হয়ে যাইনি। প্রতি সপ্তাহে আমরা ভালো হচ্ছি এবং এই ম্যাচে, ছেলেরা অসাধারণ খেলেছে। তাই ফুটবলারদের ও সমর্থকদের শুভেচ্ছা জানাই।”

বিএফসির বিরুদ্ধে নজর কারেন ইভান গোঞ্জালেজ। তাঁর পারফরম্যান্স নিয়ে স্টিফেন বলেন, “আমায় বলতেই হয় ও দারুণ খেলেছে। আপনি কেবল একজন ফুটবলারকে নিয়ে ক্লিন শিট আনতে পারেন না। গোটা দলই ভালো খেলেছে। আমি ইভানকে নিয়ে খুশি, তবে আমি আরও খুশি যে আমরা ক্লিনশিট ধরে রেখেছি, যা এই মরশুমে আমাদের প্রথম। ছেলেদের কৃতিত্ব, ওরা খুব পরিশ্রম করেছে এবং কর্মীরাও তাই। এটি একটি দলগত প্রয়াস।”

আইএসএলের দ্বিতীয় জয়। এই জয় দলকে কতটা অনুপ্রাণিত করবে? এর জবাবে স্টিফেন বলেন, “প্রতিটা ম্যাচই আমাদের জন্য কঠিন। আমার মনে হয় না ভারতে কেউ আশা করেছিল আমরা এখানে এসে বেঙ্গালুরু এফসিকে হারাবো।  আমার মনে হয় ওরা খুব ভালো দল এবং ওদের প্রতি সম্মান রয়েছে। তবে আমাদের জন্য এই জয়টি খুব বড়। আমরা তিন পয়েন্ট পেয়েছি। আমি খুশি আমরা সমর্থকদের এই জয় দিতে পেরেছি, আর ওরা শান্তিতে ঘুমোতে পারবে।”

এদিকে ম্যাচের পর সাংবাদিক বৈঠক শুরু করার আগে স্টিফেন এই জয় উৎসর্গ করেন প্রয়াত ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর সাহা ও তার পরিবারের উদ্দেশ্যে। জয়শঙ্কর সাহার পাশে দাঁড়িয়েছে বিএফসিও। ডার্বি ম‍্যাচে খেলা দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জয়শঙ্করের পাশে দাঁড়িয়েছে লাল-হলুদের সমর্থরা। তারা অর্থ সংগ্রহ করে প্রয়াত জয়শঙ্কর সাহার পরিবারের হাতে তুলে দেবেন। জয়শঙ্কর সাহার পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন বিএফসিরও।

আরও পড়ুন:ভিলেন বৃষ্টি, টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচে নতুন নিয়ম আনল আইসিসি :সূত্র

 

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version