Thursday, August 21, 2025

দৈনিক খরচ ১০ হাজার! দাম ১০ কোটি, মোষ হলেও গোলুর রোজনামচা হার মানাবে সকলকেই

Date:

একটা মোষের দাম ১০ কোটি! একটা মোষের এত দাম শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি। মধ্যপ্রদেশের মুরেনাতে তিন দিনের কৃষক মেলায় হরিয়ানা থেকে এই মোষকে নিয়ে গিয়েছিলেন কৃষক নবীন সিংহ। এই অবিশ্বাস্য় মোষটির নাম গোলু-২।

অদ্ভুত এই নাম ‘গোলু-২’-এর পেছনে রয়েছে একটি কাহিনী। গোলুর এক দাদু ছিল, যার নাম ছিল গোলু-১। দাদুর নাম গোলু-১ থাকায় নাতির নাম হয়েছে গোলু-২। দাদুর থেকেই জন্ম হয়েছে যুবরাজ, শাহেনশাহ এবং সুলতানের। সম্প্রতি হৃদরোগে মৃত্যু হয়েছে সুলতানের।

গোলুর ওজন দেড় টন। প্রতিদিন তার খরচ ১০ লক্ষ টাকা। তার নিরাপত্তায় সর্বদাই থাকেন ১২ জন বন্দুকধারী। কৃষক মেলায় গোলুর নিরাপত্তায় অতিরিক্ত আরও তিনজন পুলিশকর্মী নিয়োগ করেছিলেন স্থানীয় প্রশাসন। নবীন জানিয়েছেন, গোলুর খাদ্য তালিকায় দিনের শুরুতেই রয়েছে ১০ কেজি ভুষি। তার ঠিক দেড় ঘণ্টা বাদে দেশি ঘি মেশানো ৭ লিটার দুধ খায় গোলু। এর পর তাকে বেঁধে রাখা হয় রোদে। গোলুর স্নানের জন্য রয়েছে আড়াই হাজার বর্গফুটের একটি সুইমিং পুল। স্নানের পর দুপুর বেলা ১৫ কিলো ভুষি এবং ঘাস মিলিয়ে খেতে দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় গাজর, মুসাম্বি সহ নানা ধরনের মৌসুমি ফল। সারা দিনে ২০ লিটার দুধ খায় গোলু।

বাজারে গোলুর বীর্যের প্রচুর চাহিদা রয়েছে বলে দাবি নবীনের। একবারে ১৫০০ থেকে ২০০০ বীর্য নিষ্কাশন করা হয়। প্রতি ইউনিট বীর্যের দাম ৩০০ টাকা। শুধু বীর্য বিক্রি করেই প্রতি মাসে ১২ লক্ষ টাকা আয় করেন তিনি। নবীনের কথায়, “গোলুকে প্রতিটি পশু মেলায় নিয়ে যাই। ও আমার সন্তানের মতো। মেলায় নিয়ে গেলেও গোলুকে বিক্রি করার ইচ্ছা নেই।”

আরও পড়ুন- পোষ্য বাজপাখিকে মারার অভিযোগ! রাগে মাকে পুড়িয়ে মারল যুবক

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version