Tuesday, November 11, 2025

দৈনিক খরচ ১০ হাজার! দাম ১০ কোটি, মোষ হলেও গোলুর রোজনামচা হার মানাবে সকলকেই

Date:

একটা মোষের দাম ১০ কোটি! একটা মোষের এত দাম শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি। মধ্যপ্রদেশের মুরেনাতে তিন দিনের কৃষক মেলায় হরিয়ানা থেকে এই মোষকে নিয়ে গিয়েছিলেন কৃষক নবীন সিংহ। এই অবিশ্বাস্য় মোষটির নাম গোলু-২।

অদ্ভুত এই নাম ‘গোলু-২’-এর পেছনে রয়েছে একটি কাহিনী। গোলুর এক দাদু ছিল, যার নাম ছিল গোলু-১। দাদুর নাম গোলু-১ থাকায় নাতির নাম হয়েছে গোলু-২। দাদুর থেকেই জন্ম হয়েছে যুবরাজ, শাহেনশাহ এবং সুলতানের। সম্প্রতি হৃদরোগে মৃত্যু হয়েছে সুলতানের।

গোলুর ওজন দেড় টন। প্রতিদিন তার খরচ ১০ লক্ষ টাকা। তার নিরাপত্তায় সর্বদাই থাকেন ১২ জন বন্দুকধারী। কৃষক মেলায় গোলুর নিরাপত্তায় অতিরিক্ত আরও তিনজন পুলিশকর্মী নিয়োগ করেছিলেন স্থানীয় প্রশাসন। নবীন জানিয়েছেন, গোলুর খাদ্য তালিকায় দিনের শুরুতেই রয়েছে ১০ কেজি ভুষি। তার ঠিক দেড় ঘণ্টা বাদে দেশি ঘি মেশানো ৭ লিটার দুধ খায় গোলু। এর পর তাকে বেঁধে রাখা হয় রোদে। গোলুর স্নানের জন্য রয়েছে আড়াই হাজার বর্গফুটের একটি সুইমিং পুল। স্নানের পর দুপুর বেলা ১৫ কিলো ভুষি এবং ঘাস মিলিয়ে খেতে দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় গাজর, মুসাম্বি সহ নানা ধরনের মৌসুমি ফল। সারা দিনে ২০ লিটার দুধ খায় গোলু।

বাজারে গোলুর বীর্যের প্রচুর চাহিদা রয়েছে বলে দাবি নবীনের। একবারে ১৫০০ থেকে ২০০০ বীর্য নিষ্কাশন করা হয়। প্রতি ইউনিট বীর্যের দাম ৩০০ টাকা। শুধু বীর্য বিক্রি করেই প্রতি মাসে ১২ লক্ষ টাকা আয় করেন তিনি। নবীনের কথায়, “গোলুকে প্রতিটি পশু মেলায় নিয়ে যাই। ও আমার সন্তানের মতো। মেলায় নিয়ে গেলেও গোলুকে বিক্রি করার ইচ্ছা নেই।”

আরও পড়ুন- পোষ্য বাজপাখিকে মারার অভিযোগ! রাগে মাকে পুড়িয়ে মারল যুবক

Related articles

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...
Exit mobile version