Saturday, November 8, 2025

Jyotsna Mandi : বাঁকুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আদিবাসী সমাজের

Date:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে অখিল গিরির (Akhil Giri) মন্তব্যের জেরে এবার বাঁকুড়ায় বিক্ষোভ আদিবাসী সমাজের (Tribal Community)। খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির (Jyotsna Mandi) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আদিবাসীরা। কারামন্ত্রীর (Minister of State in the Ministry of Correctional Administration of West Bengal) গ্রেফতারির দাবি তুলে খাদ্য প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করলেন আদিবাসীরা। এই প্রসঙ্গে জোৎস্না মান্ডি (Jyotsna Mandi) জানিয়েছেন তিনি এবং তৃণমূল কংগ্রেস (TMC) কোনভাবেই অখিল গিরির মন্তব্যকে সমর্থন করে না। আদিবাসীরা ইতিমধ্যেই খাতরা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে রবিবার অখিল গিরির বিরুদ্ধে দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে (North Avenue Police Station) অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। প্রসঙ্গত শনিবার সারাদিন অখিল গিরির মন্তব্যের জেরে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখিয়ে রাজনৈতিক ময়দান গরম করতে চেয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব স্পষ্টভাবে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে, দল কোনওভাবেই কারামন্ত্রী অখিল গিরির কোন মন্তব্যকে সমর্থন করে না। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইটারে স্পষ্টভাবে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে অখিল গিরির করা মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে দল। নারী ক্ষমতায়নের যুগে এই ধরনের শব্দের ব্যবহার কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। ঘটনার পরেই অখিল গিরি নিজে তাঁর করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরেও বিতর্ক থামছে না । আজ রবিবারও জেলায় জেলায় এই ইস্যুকে হাতিয়ার করেই রাস্তায় নেমে গন্ডগোল বাধানোর চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version