Wednesday, November 5, 2025

বিক্রি হচ্ছে লিভারপুল, কিনতে আগ্রহী মুকেশ আম্বানি: সূত্র

Date:

বিশ্বের অন‍্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব লিভারপুল কি কিনতে চলেছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি? জল্পনা তেমন দিকেই। ইংল‍্যান্ডের এক জনপ্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী লিভারপুল ক্লাব কিনতে আগ্রহী মুকেশ আম্বানি। মহম্মদ শালহাদের ক্লাব কিনতে ইতিমধ্যে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন ভারতীয় এই শিল্পপতি। তবে ক্লাব কেনার ক্ষেত্রে মুকেশ আম্বানিকে লড়তে হবে দুবাই, বাহরিন, আমেরিকার বিভিন্ন কোটিপতি ব্যবসায়ীদের বিরুদ্ধে।

এই মুহূর্তে লিভারপুল ক্লাবের মালিক আমেরিকার সংস্থা ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (FSG)। কিন্তু সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই ক্লাব বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছেন। আর জানা যাচ্ছে, সেই দেখেই আগ্রহ দেখিয়েছেন আম্বানি। সূত্রের খবর , ৪ বিলিয়ন পাউন্ডে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার ১১৯ কোটি টাকায় লিভারপুল বিক্রি করে দিতে পারে এফএসজি। শেয়ার নয়, একেবারে সরাসরি ক্লাব বিক্রি করার দিকেই আগ্রহ দেখিয়েছে তারা। জানা যাচ্ছে, মুকেশ আম্বানির পাশাপাশি দুবাই, বাহরিন, আমেরিকার বিভিন্ন কোটিপতি ব্যবসায়ীরাও আগ্রহী লিভারপুল ক্লাব কিনতে। সূত্রের খবর, কাদের প্রস্তাব ভাল তা জানতে এফএসজি-র তরফে ইতিমধ্যেই এক বিখ্যাত অর্থনৈতিক সংস্থাকে নিয়োগ করা হয়েছে। তারা রিপোর্ট দেখেই চুক্তি করা হবে।

মুকেশ আম্বানির সঙ্গে ক্রীড়াক্ষেত্রের যোগাযোগ অনেক দিন ধরেই। আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক তাঁর সংস্থা। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগও (ISL) চালায় আম্বানির সংস্থা। এখন দেখার লিভারপুলও চলে আসে নাকি এই ভারতীয় শিল্পপতিল হাতে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মহারণ, ফাইনালে প্রথমে ব‍্যাট করে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১৩৭ রান করল পাকিস্তান

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version