Monday, August 25, 2025

নজরে পঞ্চায়েত, ২৬শে অনুব্রতর জেলা বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

Date:

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের সর্বস্তরের নেতা-নেত্রীদের বিভিন্ন কর্মসূচি দিয়ে গ্রামে গ্রামে পাঠানো হচ্ছে। বসে নেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নভেম্বর-ডিসেম্বরে ঠাসা কর্মসূচি রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন:প্রিমিয়ারে DHFC, দলের সেলিব্রেশনে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়

আগামী ২৬ নভেম্বর বীরভূম জেলার নেতাদের সঙ্গে।গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ওইদিন দুপুর ৩টে নাগাদ এই বৈঠক হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। ওই বৈঠকে অভিষেক ছাড়াও শীর্ষ নেতৃত্বের মধ্যে উপস্থিত থাকার কথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। বীরভূম জেলার টাউন, ব্লকের সভাপতিদের নাম চূড়ান্ত এবং পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক আলোচনা ওই বৈঠকে হবে বলে দলীয় সূত্রে খবর।

অভিষেক আগেও প্রতিটি জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক কারণে বৈঠক করেছেন। সেই বৈঠক গুলি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটের বার্তা দিয়েছেন জেলা নেতৃত্বকে। স্বচ্ছভাবমূর্তির যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলেছেন।

তবে এবার পঞ্চায়েত ভোটে রাজনৈতিক মহলের বিশেষ নজর বীরভূমে। পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়া বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে জেলবন্দি। কিন্তু দলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে অন্য কাউকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত জামিন পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফলে বিকল্প নেতৃত্ব তৈরি রাখতে চায় তৃণমূল। ফলে অনুব্রতর অনুপস্থিতিতে কীভাবে দল পরিচালিত হবে, তার বার্তা সেদিনের বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version