Sunday, August 24, 2025

সামনেই ২০২২ কাতার বিশ্বকাপ। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু ফুটবলের মহাযুদ্ধ। এরই মাঝে বিস্ফোরক রোনাল্ডো। ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ কতৃপক্ষের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একাধিক বিষয়ে মুখ খুললেন সিআরসেভেন। যা নিয়ে রীতিমতো পরে গিয়েছে আলোরন। ম‍্যানইউর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মারাত্মক অভিযোগ আনলেন পর্তুগালের সুপারস্টার। এমনকি ‘রেড ডেভিলস’-এর হেড কোচ এরিক টেন হ্যাগকেও একের পর এক অভিযোগে বিদ্ধ করেছেন রোনাল্ডো। সি আর সেভেন-এর বিস্ফোরক দাবি, নিজের কৃতকর্মের জন্যই ক্লাব দলের হেড কোচ তাঁর সম্মান হারিয়েছেন!

সম্প্রতি এক টেলিভিশন চ‍্যানালে সাক্ষাৎকার দেন রোনাল্ডো। সেই সাক্ষাৎকারে সি আর সেভেন বলেন,” শুধু কোচই নয়, ক্লাবের আশেপাশে আরও দু-তিনজন লোক আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি বুঝতে পারছি যে কিছু লোক আমাকে এখানে চায় না। শুধু এই বছর নয়, গত বছরও একই সমস্যা হয়েছিল। দুই থেকে তিনজন এই চক্রান্তের পিছনে রয়েছেন। এখন তো মনে হচ্ছে আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি।”

এর পরই টিমের ম্যানেজার এরিক টেন হ্যাগের বিরুদ্ধে অভিযোগ করে রোনাল্ডো আরও বলেন,” ওই মানুষটিকে একদম শ্রদ্ধা করি না। কারণ ও আমাকে সম্মান করেন না। আপনি কাউকে সম্মান না করলে নিজেও সম্মান পেতে পারেন না।”

রোনাল্ডো আরও জানিয়েছেন, জুলাইয়ে যখন তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন ক্লাবের পক্ষ থেকে কেউই তাঁর পাশে দাঁড়াননি। উল্টে তাঁরা সন্দেহ করে গিয়েছেন রোনাল্ডোকেই।  তিনি বলেন, ”আমি ভক্তদের সত্যিটা জানাতে চাই। ক্লাবের জন্য সেরাটা দিতে চাই বলেই ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেছি। কিন্তু ক্লাবের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ক্ষতি করছে। সেই জন্যই আমাদের দল ম‍্যান সিটি, লিভারপুলের মত চ্যাম্পিয়ন হতে পারছে না। আমাদের শীর্ষে থাকার কথা। কিন্তু তা হচ্ছে না।”

আরও পড়ুন:শামি-শোয়েব টুইট বিতর্কে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version