Thursday, August 28, 2025

অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে হবে, গোয়েন্দাদের নির্দেশ শাহের

Date:

প্রতিবেশী দেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের(Infiltrater) বিষয়টি নিয়ে শুরু থেকেই সরব বিজেপি সরকার(BJP Govt)। এবার সেই ইস্যুতে কড়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)। সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ আটক ও ফেরত পাঠানোর বিষয় গোয়েন্দাদের তৎপর হওয়া নির্দেশ দেন অমিত শাহ(Amit Shah)।

জানা গিয়েছে, সম্প্রতি দিল্লিতে বিভিন্ন রাজ্যের গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। অমিত শাহ নির্দেশ দেন প্রতিটি রাজ্যে অন্তত ১০০ জন অনুপ্রবেশকারীর তালিকা প্রস্তুত করতে হবে, প্রয়োজনে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। শাহ বলেন, প্রতিবেশী দেশ এই অনুপ্রবেশের বিষয়টি মানতে না চাইলেও এ বিষয়ে আমাদের তৎপর হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সহ ১৫টি রাজ্যে ভিনদেশীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবঙ্গেও বেআইনি অনুপ্রবেশের তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, শুরু থেকেই বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সতর্ক বিজেপি সরকার। সীমান্তবর্তী অঞ্চলে বুলিতে যেভাবে জনবিস্ফোরণ হচ্ছে তাতে কেন্দ্রের আশঙ্কা এই সমস্ত অঞ্চলে ব্যাপক পরিমাণ অনুপ্রবেশ হচ্ছে। সরকারি পরিসংখ্যান থেকেই জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে হুড়মুড় করে বাড়ছে মুসলিম জনসংখ্যা। গত এক-দেড় বছরে ওই এলাকাগুলিতে মাদ্রাসার সংখ্যাও বেড়েছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version