Tuesday, August 26, 2025

কুয়াশায় মুখ ঢেকেছে তিলোত্তমার আকাশ । সকাল থেকেই হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শিরশিরানি। সেই সঙ্গে জেলায় জেলায় ভোর ও রাতের দিকে রীতিমত গরম জামা না চাপালেই নয়। উষ্ণ চায়ের চুমুক আর শীতল হাওয়া জানান দিচ্ছে দরাজ থেকে লেপ-কম্বল নামানোর দিন এসেই গেল। এরইমাঝে কলকাতায়  তাপমাত্রা একধাক্কায় ৩ ডিগ্রি নামল।

আরও পড়ুন:Weather Update: মহানগরীতে শীতের আমেজ, এক ধাক্কায় পারদ নামল ১৮ ডিগ্রিতে

গত কয়েক দিন ধরেই ভোরের দিকে বেশ ঠান্ডা পড়ছে শহরে। শহরতলিতেও অনুভূত হচ্ছে শীতের আমেজ। তবে সকালে শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য সে সব উধাও হয়ে যাচ্ছে। বেলা যত বাড়ছে, ততই রোদের তেজও বাড়ছে, চড়ছে তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় রবিবার সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৯. ডিগ্রি সেলসিয়াস ও ১৭ ডিগ্রির কোঠায়। কেবলমাত্র সর্বনিম্ন তাপমাত্রাই নয়, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম। ফলে ভরপুর শীতের আমেজ অনুভূত হচ্ছে শহরে। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর থেকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা এবং পশ্চিমের জেলাগুলিতেও আগামী কয়েক দিনে শীতের দাপট আরও বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। তাই হলো। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া প্রবেশ করতে পারছিল না বাংলায়। কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করবে। ফলে ক্রমেই নামবে দুই বঙ্গের তাপমাত্রা। তবে, হু হু করে তাপমাত্রার পারদ পতন হওয়ায় বেজায় খুশি রাজ্যবাসী।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version