Tuesday, August 26, 2025

উচ্চ প্রাথমিকে ৭৫০ কর্মশিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের

Date:

উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এক মামলার প্রেক্ষিতে ৭৫০ জন কর্ম শিক্ষক নিয়োগ আটকে দিল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি-র কাছে জানতে চেয়েছেন কিসের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হচ্ছে? এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার। ততদিন পর্যন্ত কোন চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দিতে পারবে না কমিশন।

গত অক্টোবর মাসে পরীক্ষার ভিত্তিতে কর্মশিক্ষক ও শারীরিক শিক্ষকদের অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। এরপর প্রকাশিত হয় ওয়েটিং লিস্ট। তবে এই তালিকায় গরমিলের অভিযোগ তুলে মামলা দায়ের করেন সোমা রায় নামে এক চাকরি প্রার্থী। তার অভিযোগ তার চেয়ে কম নাম্বার পাওয়া এক পরীক্ষার্থীর নাম রয়েছে ওয়েটিং লিস্টে। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিশ্বজিৎ বসুর বেঞ্চ কমিশনের কাছে জানতে চায়, কীসের ভিত্তিতে অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হল? তার জবাব না পাওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়। অর্থাৎ এখনই চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে না এসএসসি। বলার অপেক্ষা রাখে না আদালতের এহেন নির্দেশে ৭৫০ কর্মশিক্ষক চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হলো।

আদালতের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার এসএসসির অফিস বন্ধ। তাই সেখান থেকে নিয়োগপত্র দেওয়ার প্রশ্নই নেই।

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version