Saturday, November 15, 2025

উচ্চ প্রাথমিকে ৭৫০ কর্মশিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের

Date:

উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এক মামলার প্রেক্ষিতে ৭৫০ জন কর্ম শিক্ষক নিয়োগ আটকে দিল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি-র কাছে জানতে চেয়েছেন কিসের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হচ্ছে? এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার। ততদিন পর্যন্ত কোন চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দিতে পারবে না কমিশন।

গত অক্টোবর মাসে পরীক্ষার ভিত্তিতে কর্মশিক্ষক ও শারীরিক শিক্ষকদের অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। এরপর প্রকাশিত হয় ওয়েটিং লিস্ট। তবে এই তালিকায় গরমিলের অভিযোগ তুলে মামলা দায়ের করেন সোমা রায় নামে এক চাকরি প্রার্থী। তার অভিযোগ তার চেয়ে কম নাম্বার পাওয়া এক পরীক্ষার্থীর নাম রয়েছে ওয়েটিং লিস্টে। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিশ্বজিৎ বসুর বেঞ্চ কমিশনের কাছে জানতে চায়, কীসের ভিত্তিতে অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হল? তার জবাব না পাওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়। অর্থাৎ এখনই চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে না এসএসসি। বলার অপেক্ষা রাখে না আদালতের এহেন নির্দেশে ৭৫০ কর্মশিক্ষক চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হলো।

আদালতের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার এসএসসির অফিস বন্ধ। তাই সেখান থেকে নিয়োগপত্র দেওয়ার প্রশ্নই নেই।

Related articles

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...
Exit mobile version