Saturday, November 8, 2025

পরিনত হার্দিক, ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে দায়িত্ব নিতে কী তৈরি টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার?

Date:

১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। তিন ম‍্যাচের এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। টি-২০ বিশ্বকাপে ভারতের হারের পর ক্রিকেট মহলের এক অংশে মতে টিম ইন্ডিয়ার ছোট ফর্ম‍্যাটের দায়িত্ব তুলে দেওয়া হোক হার্দিকের হাতে। এমনকি হার্দিকও এই দায়িত্ব নিতে যে প্রস্তুত তা বোঝা গেল হার্দিকের সাংবাদিক সম্মেলনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে হার্দিকের পরিনত কথাবার্তা যেন ইঙ্গিত দিল নেতৃত্বের ভার দিলে তা কাঁধে নিতে প্রস্তুত তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে হার্দিক বলেন,” বিশ্বকাপের ফলে সবাই যে হতাশ সেটা জানি। কিন্তু আমরা পেশাদার। তাই কাটিয়ে উঠতেই হবে। যেভাবে সাফল্যকে মাথায় চড়তে দিই না, সে ভাবেই ব্যর্থতাকেও মনে রাখি না। ভুল শুধরে ভাল ভাবে ফিরে আসতে চাই।”

এপরই তিনি যোগ করেন “দু’বছর সময় রয়েছে আমাদের হাতে। তাই নতুন প্রতিভা তুলে আনার সময় রয়েছে। অনেক ক্রিকেট খেলা হবে। অনেকেই ভাল মতো সুযোগ পাবে। এখন থেকেই পরিকল্পনা শুরু হচ্ছে। তবে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে না। অনেক সময় রয়েছে। কোথায় কী করতে হবে সেটা বসে ঠিক করা যাবে। এখন আমাদের দেখতে হবে সবাই যাতে নিজের খেলাটা উপভোগ করতে পারে। ভবিষ্যতের ব্যাপারে পরে ভাবা যাবে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলদের। রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ প্রথম সারির ক্রিকেটাররা বিশ্রামে থাকায় হার্দিকই এই সিরিজের নেতৃত্বে। টি-২০ বিশ্বকাপের ব‍্যর্থতার পর অনেকেই পরের বার হার্দিককে অধিনায়ক হিসাবে চাইছেন। নিউজিল্যান্ডে বিরুদ্ধে হার্দিকের কথাবার্তা শুনে এটা বোঝা গিয়েছে, তিনি দায়িত্ব নিতে তৈরি।

আরও পড়ুন:‘সব কিছু ঠিক আছে, আবার নতুন করে শুরু’, সিএসকে জাদেজাকে রাখতেই টুইট জাড্ডুর

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version