Tuesday, August 26, 2025

অভিযোগে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই মিটল ঝাড়গ্রামের জল সমস্যা: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

মুখ্যমন্ত্রীকে জানানোর পরেই সমাধান। মিটছে ঝাড়গ্রামের (Jhargram) একাধিক জায়গায় জল সমস্যা। বুধবারই, ঝাড়গ্রামের শিলদার কুরচিবনি এবং মালাবতী গ্রামে যান জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকরা। ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও জানান, আজকের মধ্যেই জলসমস্যা মিটে যাবে।

মঙ্গলবার, এলাকায় যাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সামনে এলাকায় পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন ঝাড়গ্রামের শিলদার কুরচিবনি এবং মালাবতী গ্রামের বাসিন্দারা। তার ২৪ ঘণ্টার মধ্যে সেই গ্রামে পৌঁছে যান সরকারি আধিকারিকরা। বুধবার ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে কলকাতা ফেরার পথে হেলিপ্যাডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, তিনি বলেন, ‘‘জল আজকেই পেয়ে যাবে। সব বলে দিয়েছি।’’ এদিন সকালেই সরকারি আধিকারিকরা কুরচিবনি এবং মালাবতী গ্রামে পৌঁছে গিয়েছেন। জেলাশাসক এবং পুলিশসুপারের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন মমতা।

গ্রামবাসীদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার আবেদন নিয়ে এদিন ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ঘর, রাস্তা, ১০০ দিনের কাজ- সব টাকা আটকে রেখেছে কেন্দ্র। অথচ GST নিয়ে যাচ্ছে। কেন আটকায়? ওরা বলল একটাই কর হবে দেশে। আমরা তাতে সায় দিলাম। আগে আমরা আলাদা কর নিতাম। এখন সব কর কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে রাজ্য থেকে। প্রাপ্য টাকা কেন আটকাচ্ছ? প্রাপ্য টাকা আটকে রাখার তো অধিকার নেই।’’ বিজেপিকে বিঁধে মমতার বক্তব্য, ‘‘এরা নির্বাচন নিয়ে ব্যস্ত। কুকথা বলা নিয়ে ব্যস্ত। উন্নয়নে এদের নজর নেই।’’

 

 

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version