অভিষেকের ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্য, শুভেন্দুকে ‘শোকজ’ করছে শিশু সুরক্ষা কমিশন

অভিষেকের ছেলের জন্মদিন নিয়ে অপপ্রচারের জেরে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) শোকজ করতে চলেছে শিশু অধিকার সুরক্ষা কমিশন(Child Rights Safety Commission)। কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, আগামিকাল অর্থাৎ শুক্রবার এই নোটিশ পাঠানো হবে শুভেন্দুকে।

বিতর্কের সূত্রপাত দিনকয়েক আগে। রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, অভিষেক ব্যানার্জির(Abhisekh Banerjee) ছেলের জন্মদিনের পার্টির জন্য প্রবল নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল পাঁচতারা হোটেল। শুভেন্দুর এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ, ফুটবল ক্লাবের অনুষ্ঠানকে অভিষেকের ছেলের জন্মদিনের পার্টি বলে অপপ্রচার করা হচ্ছে ।

শুভেন্দুর ‘অপপ্রচার’ নিয়ে বিতর্কের জল গড়ায় থানায়। শিল্পী রায় নামে এক মহিলা বিরোধী দলনেতার বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। শিশু অধিকার সুরক্ষা কমিশনের রিপোর্ট জমা পড়ে। অভিযোগের জেরে আগামিকাল শুভেন্দুকে শোকজ নোটিশ পাঠানো হবে। উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, কোনও শিশুকে নিয়ে মিথ্যাচার অনুচিত। সে কারণেই শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে তাঁকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।