Thursday, August 21, 2025

দিলীপের ৯৯ লাখি ভিলার দলিলে প্রসন্নর সই! টাকার উৎস কী? গ্রেফতারের দাবি তৃণমূলের

Date:

এসএসসি (SSC) এবং শিক্ষক দুর্নীতি মামলার মিডলম্যান জেলবন্দি প্রসন্ন রায়ের (Prasanna Roy)বাড়িতে বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলিল পাওয়ার পর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়। সিবিআই (CBI)আদালতে দেওয়া তাদের সিজার লিস্টে দেরিতে হলেও দিলীপবাবুর দলিলের বিষয়টি উল্লেখ করেছেন। আর সেই সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) থেকে শুরু করে গোটা তৃণমূল শিবির বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতির গ্রেফতারির দাবি তুলেছে।

দলিল বিতর্কের মাঝেই হদিস মিলল বিস্ফোরক তথ্যের। বিভিন্ন সংবাদ হাতে এসেছে প্রসন্নর বাড়ি থেকে উদ্ধার হওয়া দিলীপ ঘোষের সেই মহার্ঘ্য দলিলের তথ্য। জানা গিয়েছে, কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বিলাসবহুল আইডিয়াল ভিলায় দিলীপ ঘোষের মালিকানাধীন দলিলে সাক্ষী হিসাবে স‌ই রয়েছে প্রসন্ন রায়ের! সাক্ষী হিসাবে দলিলে প্রসন্ন রায়ের স‌ইকে কেন্দ্র করে শাসকদল আক্রমণের সুর আরও চড়িয়েছে।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, দিলীপবাবু বলছেন ওনার বাড়ির ইলেকট্রনিক মিটারের জন্য প্রসন্নর কাছে দলিল দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে সেই দলিলে প্রসন্নর সই। উনি ৯৯ লক্ষ টাকার সম্পত্তি কীভাবে কিনতে পারেন? উনি তো আরএসএসের প্রচারক। তাহলে এতো টাকার উৎস কী? প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তাই অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করে জেরা করা প্রয়োজন।

সূত্রের খবর, দলিলের তথ্য অনুযায়ী সাড়ে তিন হাজার বর্গফুটের ভিলার মূল্য ৯৯ লক্ষ টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৯৯ লক্ষ টাকা পাঁচটি চেক এবং একটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দেওয়া হয়েছে।

বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, “সোশ্যাইটির প্রধান প্রসন্ন রায়। তাই ইলেক্ট্রিক মিটারের জন্য দলিল প্রসন্ন রায়কে দিয়েছিলাম।” তবে ডিড কপিতে সাক্ষী হিসাবে প্রসন্ন রায়ের সই এই বিতর্কে এক নতুন মাত্রা যোগ করল।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version