Monday, August 25, 2025

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে পৌঁছেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরটের (ইডি) আধিকারিকরা। ইডি সূত্রে খবর, গরু পাচারে কোটি কোটি টাকা লেনদেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিয়ে জেরা করে টাকার উৎস সম্পর্কে জানতে চান ইডির তদন্তকারীরা।

আরও পড়ুন:উদ্ধার হওয়া সব নথি-দলিল পার্থর আইনজীবীদের হাতে তুলে দেবে ইডি

আজ অনুব্রতকে জেরা করার জন্য আসানসোল সংশোধনাগারে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। এর আগে এই একই মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। তাঁকেও প্রথমে আসানসোলে জিজ্ঞাসাবাদ করে ইডি।  কিন্তু এরপরেই ২১ অক্টোবর আইনি জটিলতার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর গত ৪ নভেম্বর তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদন মঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, সিবিআই তদন্তে অনুব্রতর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পাওয়া গেছে। তার মধ্যে একটি প্রাইভেট ব্যাঙ্ক , ২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই তিনটি ব্যাঙ্কের মধ্যে রয়েছে আটটি অ্যাকাউন্ট। মোট ১৬ কোটি ৪৫ লক্ষ টাকার হদিস রয়েছে বলে দাবি সিবিআইয়ের।এই অ্যাকাউন্টগুলি অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, অনুব্রতর স্ত্রী, দুই কোম্পানি, বিদ্যুৎ বরণ গায়েনের বলে জানায় সিবিআই। বিপুল পরিমাণ টাকার উৎস খুঁজতে ইতিমধ্যেই দিল্লিতে অনুব্রতর মেয়ে, তাঁর হিসাবরক্ষক ও ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব করেছে ইডি। এবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির কর্তারা।

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version