Monday, August 25, 2025

শূন্যপদ নিয়ে রাজ্য-SSC-র অবস্থান আলাদা কেন? প্রশ্ন তুলে কড়া মন্তব্য বিচারপতি বসুর

Date:

শিক্ষক নিয়োগ ও শূন্যপদ নিয়ে দফায় দফায় মামলা আদালতে। শূন্যপদ নিয়ে মামলায় বিচারপতির মন্তব্য অস্বস্তিতে কমিশন। বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu) প্রশ্ন করেন, ‘‘শূন্যপদ নিয়ে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান আলাদা কেন?‘’ এরপরেই কড়া মন্তব্য করেন বিচারপতি। বলেন, ‘’রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক‘’। শুক্রবারের মধ্যে রাজ্যের জবাব তলব হাইকোর্টের।

রাজ্য সরকারের পক্ষ থেকে ১৯ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য ৬৮২১ টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। গ্রু সি, গ্রুপ ডি থেকে নবম-দ্বাদশ, শারীরশিক্ষা-কর্মশিক্ষা বিভিন্ন ক্ষেত্রেই এই পদ তৈরি বলে রাজ্যের তরফে জানানো হয়। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আদালতের নির্দেশে যাঁদের চাকরি গিয়েছে তাঁদের পরিবারের কথা ভেবে ওই পদে তাঁদের পুর্নবহালে অগ্রাধিকারের আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন। এই শুনানিতেই বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের পরিবারের কথা ভেবে অন্য কাজের ব্যবস্থা করা হোক। তবে সেটা কখনই শিক্ষকতা নয়। কারণ এটা হলে পড়ুয়া বঞ্চিত হবে। বিচারপতি বলেন, “রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, আদালতের নির্দেশ মেনে বঞ্চিতদের নিয়োগ করা হবে। সেখানে কমিশনের আবেদন, অবৈধ চাকরিরতদের পুনর্বহালের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে“। আলাদা অবস্থান কেন? তাহলে কি স্কুল সার্ভিস কমিশনের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই? বিচারপতি বসুর পর্যবেক্ষণ, তেমন হলে কমিশন ভেঙে দেওয়া হোক। রাজ্য কী পদক্ষেপ করছে সেটা জানতে চেয়েছেন বিচারপতি। এরপরেই আদালতে স্কুল সার্ভিস কমিশন জানায়, আবেদনের নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা হয়েছে। সেটি প্রত্যাহার করা হতে পারে। রাজ্য কী পদক্ষেপ করছে- শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে সেটা জানাতে নির্দেশ দিয়েছেন বিশ্বজিৎ বসু।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version