Sunday, May 4, 2025

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লটারি জেতার ৫০ লক্ষ পেল CBI

Date:

বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক। তিহারেই বন্দি আরও দুই অভিযুক্ত সায়গল হোসেন এবং প্রাক্তন বিএসএফ আধিকারিক সতীশ কুমার। তারই মাঝে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এবার লটারি প্রাপকের তালিকাতেও নাম রয়েছে গরুপাচার কাণ্ডের অভিযুক্ত এনামুল হকের। ইডি ও সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে ৫০ লক্ষ টাকা জিতেছিল সে। এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমনই তথ্য সামনে এসেছে।

কালো টাকা সাদা করতেই কি অস্ত্র সেই লটারি? গরুপাচার অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের পর এনামুল হকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গেল লটারি জেতার টাকা। জানা গিয়েছে, গোরু পাচার মামলার তদন্তে অভিযুক্ত এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছিলেন সিবিআই, ইডির আধিকারিকরা। তখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতে এই বিপুল পরিমাণ টাকার লটারি জেতার তথ্য সামনে আসে।

তদন্তকারীদের অনুমান, এনামুল ছাড়ও তাঁর পরিজনরাও লটারি জিতে থাকতে পারেন। সেজন্য তাঁর পরিবারের অন্যান্যদের এবং সহযোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এছাড়া গরুপাচারের টাকা লটারির মাধ্যমে এনামুল বা তাঁর পরিজনদের হাতে এসেছিল কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রথম থেকেই সিবিআই আধিকারিকদের সন্দেহ ছিল, গরু পাচারের কালো টাকা সাদা করার উদ্দেশ্যেই লটারিকে বেছে নেওয়া হয়েছিল। এর আগে মোট ৫টি লটারির সন্ধান মিলেছে। অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখে লটারির মোটা অঙ্কের পুরস্কার জেতার প্রমাণ পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা।

 

 

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version