Friday, November 7, 2025

SSKM হাসপাতালে অগ্নিকাণ্ডের তদন্তে ফরেন্সিক দল,৫ সদস্যের টিম গঠন স্বাস্থ্যদফতরের

Date:

SSKM হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নামল ফরেন্সিক টিম ও রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের আধিকারিক। শুক্রবার হাসপাতাল চত্বর ঘুরে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। হাসপাতাল ঘুরে দেখে নমুনা সংগ্রহ করবেন তাঁরা।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে ফরেন্সিক টিম। কী থেকে এই আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন:এসএসকেএম হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল

জানা গিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর। কমিটিতে এসএসকেএম এর সুপার ও পদস্থ আধিকারিকদের পাশাপাশি স্থানীয় থানার ওসিকেও রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক কলকাতা পুলিশের উচ্চমাধ্য অধিকারীদের এই কমিটিতে রেখে এসএসকেএম এর অগ্নিকাণ্ডের স্থল সরজমিনে পরিদর্শন করে কী কারণে আগুন তা রিপোর্ট দেবে এই কমিটি। এমএসবিপির অধীনে কাজ করবে এই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন। কমিটির রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে স্বাস্থ্য দফতর।তিনদিনের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।

গতকাল রাতে এসএসকেএম হাসপাতালের সিটি স্ক্যান বিল্ডিং-এ আগুন লেগে যায়।একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। রাতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মুখ্যসচিব ও মন্ত্রী অরূপ বিশ্বাস।দমকল সূত্রে বলা হয়,শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন এত ভয়ঙ্কার রূপ নিল, পিপিপি মডেলের ডায়গনিস্টিক সেন্টারে অগ্নিনির্বাপক যন্ত্র কী ছিল?এই সব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা যন্ত্র চালানোয় প্রশিক্ষিত কিনা তাও জানার চেষ্টা চলছে। শুক্রবার এস‌এসকেএমের অ্যানেক্স হাসপাতাল পুলিশ হাসপাতালে পেডিয়াট্রিক অঙ্কোলজি বিভাগের উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, প্রাথমিক ভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন বলে মনে হচ্ছে না। অন্তর্ঘাত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক তদন্তের পাশাপাশি ফায়ার অডিটের কাজ চলছে। তদন্ত রিপোর্ট এলেই আগুনের কারণ স্পষ্ট হবে।

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version