দলনেত্রীকে ক্ষমা চাইতে হওয়ায় তিনি লজ্জিত: বেফাঁস মন্তব্য নিয়ে দাবি অখিল গিরির

অখিল গিরি বলেন, “রাগের মাথায় উত্তেজনার বশে রাষ্ট্রপতির উদ্দেশ্যে বাজে কথা বলে ভুল করে ফেলেছি। আমার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছে। এটা ভেবেই খুব খারাপ লাগছে। আমি লজ্জিত।“

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে নিয়ে তাঁর বেফাঁস মন্তব্যে চাপে পড়তে হয়েছে দলকে। তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে বিবৃতি দেওয়ার পরেও থামেনি বিতর্ক। শেষে রাজ্যের কারা প্রতিমন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা করে বিধায়কের হয়ে ক্ষমা চাইতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর বেফাঁস মন্তব্যের জন্য দলনেত্রীকেই ক্ষমা চাইতে হওয়ায় তিনি লজ্জিত। এই মন্তব্য অখিল গিরির (Akhil Giri)।

কয়েকদিন আগেই নন্দীগ্রামে সভা থেকে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী। সেই মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার হয়। শেষ পর্যন্ত তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে (Mamata Banerjee)। এর জন্য তিনি লজ্জিত বলে দাবি করলেন অখিল। রাষ্ট্রপতিকে নিয়ে করা বেফাঁস কথার সাফাই দিতে গিয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেই (Shubhendu Adhikari) দায়ী করেন অখিল গিরি। তাঁর কথায়, শুভেন্দুর ক্রমাগত অশালীন আক্রমণের ফলে মেজাজ হারিয়েই ওই মন্তব্য করে ফেলেন তিনি। অখিল গিরি বলেন, “রাগের মাথায় উত্তেজনার বশে রাষ্ট্রপতির উদ্দেশ্যে বাজে কথা বলে ভুল করে ফেলেছি। আমার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছে। এটা ভেবেই খুব খারাপ লাগছে। আমি লজ্জিত।“