Saturday, November 8, 2025

কাতার পৌঁছাল পর্তুগাল, সমর্থকদের সঙ্গে সেলফি রোনাল্ডোর

Date:

মাত্র আর কয়েক ঘন্টা, তারপরই শুরু কাতার ফুটবল বিশ্বকাপ। একে একে কাতার পৌঁছে গিয়েছে বিভিন্ন দল। আর এবার কাতার পৌঁছাল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে কাতারে জন উচ্ছাস। সমর্থকদের সঙ্গে সেলফিও তোলেন সিআরসেভেন।

এদিকে মাঠে রোনাল্ডো-মেসির যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, মাঠের বাইরে দুই তারকাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। দুই কিংবদন্তিই কাতারে নিজেদের শেষ বিশ্বকাপ খেলবেন। আর বিশ্বকাপ শুরুর ঠিক আগে নিজের সেরা প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভরিয়ে দিলেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডো জানান, মেসির সঙ্গে তাঁর দারুণ শ্রদ্ধার সম্পর্ক। দু’জনেই পরস্পরকে শ্রদ্ধা করেন। তাঁরা পরস্পরের সতীর্থের মতোই। মেসি প্রসঙ্গে অনর্গল সিআর সেভেন। বলেছেন, ‘‘মেসি অবিশ্বাস্য ফুটবলার। ও জাদুকর। আমরা দু’জন ১৬ বছর ধরে এই স্তরে খেলছি। কল্পনা করুন, ১৬ বছর কম নয়। মেসির সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। আমরা সতীর্থের মতোই। আমি হয়তো ঠিক ওর বন্ধুর মতো নয়। বন্ধু বলতে যা বোঝায় সেটা হয়তো আমি নই। এক বন্ধু আর এক বন্ধুর বাড়ি নিয়মিত যায়, ফোনে কথা বলে, আমরা সে সব করি না। কিন্তু আমি ওর সতীর্থের মতোই।’’ এখানেই না থেমে রোনাল্ডো যোগ করেন, ‘‘মেসি আমার সঙ্গে যেভাবে কথা বলে তাতে আমি ওকে খুব শ্রদ্ধা করি। আমার স্ত্রী সম্পর্কে শ্রদ্ধাশীল ওর স্ত্রী, এমনকী আমার বান্ধবীও ওকে সম্মান করে। আমার বান্ধবী আর্জেন্টিনার। মেসিকে নিয়ে আর আমি কী বলব? খুব ভাল মানুষ। ফুটবলকে অনেক কিছু ও দিয়েছে।’’

সাক্ষাৎকারে রোনাল্ডোর কাছে জানতে চাওয়া হয়, ধরা যাক বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও পর্তুগাল মুখোমুখি হল। রোনাল্ডো, মেসি দু’টি করে গোল করলেন। কিন্তু ৯৪ মিনিটে রোনাল্ডো হ্যাটট্রিক করে কাপ জিতে নিলেন। এমনটা সত্যিই যদি হয়? উত্তরে সিআর সেভেন বলেন, ‘‘না, এমন স্বপ্ন আমি প্রত্যাশাই করিনি। যদি সত্যিই এমনটা হয়, তাহলে ফাইনালের পর অবসর নিয়ে ফেলব।’’

এদিকে, ম্যান ইউ নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে ক্লাব থেকে বরখাস্ত হতে চলেছেন রোনাল্ডো। পর্তুগিজ তারকাকে শাস্তি দিতে আইনি প্রক্রিয়া শুরু করছে ম্যান ইউ। সিআর সেভেনকে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপ শেষে তিনি যেন ওল্ড ট্র্যাফোর্ডে না ফেরেন। সূত্রের খবর, শাস্তি হিসেবে চুক্তির বাকি অর্থও রোনাল্ডোকে সম্ভবত দেবে না ম্যান ইউ। প্রথম ধাপ হিসেবে পর্তুগিজ তারকার বিরুদ্ধে মামলা শুরু করছে ইপিএলের ক্লাবটি।

আরও পড়ুন:নিউজিল্যান্ড সফরে দ্রাবিড়ের বিশ্রাম প্রসঙ্গে শাস্ত্রীর কটাক্ষের পাল্টা দিলেন অশ্বিন

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version