Monday, August 25, 2025

ওড়িশায় লাইনচ্যূত মালগাড়ি উঠে গেল প্ল্যাটফর্মে! মৃ*ত ৪, বাতিল বহু ট্রেন

Date:

সাতসকালেই ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের। সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে ওড়িশার ভদ্রকের কাছে কোরাই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়ে প্ন্যাটফর্মে উঠে পড়ে ট্রেনটি। দুর্ঘটনার জেরে ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনে অবস্থিত কোরাই স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এই দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ বিপর্যস্ত দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল৷ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল এবং অ্যাম্বুল্যান্স৷ ঘটনাস্থলে রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারাও৷

আরও পড়ুন: একসঙ্গে পরপর ৪৮টি গাড়িতে ধাক্কা ট্যাঙ্কারের, পুণে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই বহু ট্রেন বাতিল করা হয়েছে। রেল তরফে জানানো হয়েছে, বাতিল হয়েছে, ইস্ট কোস্ট এবং ধৌলি এক্সপ্রেস। বাতিল করা হতে পারে করমণ্ডল এক্সপ্রেসও।এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতের সংখ্যা এখনও সঠিক করে জানা যায়নি।

জানা গিয়েছে, এদিন সকালে পণ্যবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় কোরেই স্টেশনে। ট্রেনটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল।ঘটনায় কমপক্ষে চারজনের মৃ্ত্যুর পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর৷ মৃতদের মধ্যে দু’জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।এই মুহুর্তে সেখানে চলছে উদ্ধারকাজ।

জাজপুরের পুলিশ সুপার জানায়, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ২০ জনেরও বেশি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন দিয়ে যাওয়ার সময় পণ্যবাহী ট্রেনটির গতি কমানোর কথা ছিল। তবে তা করা হয়নি। জানা যায়, দুর্ঘটনার জেরে মালগাড়ির কয়েকটি ওয়াগন উড়ে গিয়ে ফুটব্রিজে ধাক্কা মারে। ইস্ট কোস্ট রেলওয়ের জনসংযোগ আধিকারিক নিরাকার দাস জানান, উদ্ধারকাজে গতি আনতে দুটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা আহতদের সাহায্য করতে এবং তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে।’

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version