Wednesday, August 20, 2025

অত্যন্ত মর্মান্তিক: মোরবি সেতু বিপর্যয়ে সুপ্রিম-মন্তব্য, গুজরাট হাইকোর্টকে তদন্তের নির্দেশ

Date:

গুজরাটের (Gujrat) মোরবি সেতু ভাঙার (morbid Bridge Collapse) ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ (Enormous Tragedy) বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। মোরবিতে শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় ১৪১ জনের বেশি মানুষের মৃ*ত্যু হয়েছে। তারমধ্যে শিশুর সংখ্যা ছিল ৪০ জন। সোমবার এই প্রসঙ্গে গুজরাট হাইকোর্টকে (Gujrat High Court) যথাযথ তদন্ত ও ক্ষতিপূরণের দিকটি নিশ্চিত করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রধান বিচারপতি (Chief Justice) ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) এবং বিচারপতি হিমা কোহলির (Heema Kohli) ডিভিশন বেঞ্চ (Division Bench) প্রবীণ আইনজীবী বিশাল তিওয়ারির (Vishal Tiwari) দায়ের করা জনস্বার্থ মামলায় (PIL) এমনই মন্তব্য করেন। জনস্বার্থ মামলায় আইনজীবী অভিযোগ করেন, গুজরাটে সেতু ভেঙে (Bridge Collapse) পড়ার ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী কর্তৃপক্ষ। তিনি আরও অভিযোগ করেন, গত এক দশক ধরে আমাদের দেশে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে মূলত অবহেলা ও দায়িত্বে গাফিলতির কারণে। এই দায় কোনওভাবেই গুজরাট সরকার (Government of Gujrat) এড়িয়ে যেতে পারে না।

জনস্বার্থ মামলায় প্রবীণ আইনজীবী বিশাল তিওয়ারির আরও অভিযোগ, মোরবি সেতুতে (Morbi Bridge) ওইদিন মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল। কর্তৃপক্ষ এই ভিড় নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মোরবি সেতু দুর্ঘটনায় রাজ্য সরকারের গাফিলতির পাশাপাশি যে সংস্থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠছে। যা সংবিধানের ২১ ধারা অনুযায়ী দেশের নাগরিকদের মৌলিক অধিকার গুরুতরভাবে লঙ্ঘন হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

৩০ অক্টোবর গুজরাটে মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে গুজরাট সরকারকে। সামনের মাসেই গুজরাট বিধানসভা নির্বাচন (Gujrat Assembly Election)। তার আগে এই ধরনের বিপর্যয় গুজরাট নির্বাচনে বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মোরবি সেতু ভেঙে যাওয়ায় একাধিক প্রশ্ন উঠেছে। পাশাপাশি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় আইনজীবী বিশাল তিওয়ারি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচারবিভাগীয় কমিশন গঠনের দাবি করেছেন। সেখানে তিনি বলেন, এই কমিশন মূলত দেশের শতাব্দী প্রাচীন স্মৃতিস্তম্ভ, সেতুর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবে। যাতে মোরবি সেতুর মতো মারাত্মক দুর্ঘটনা এড়ানো যায়।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version