Friday, November 7, 2025

তেলেঙ্গানার শ্রমমন্ত্রীর বাড়িতে আয়কর হানা! বিজেপিকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী কেসিআর

Date:

তেলঙ্গানার (Telengana) শ্রমমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (TRS) নেতা মাল্লা রেড্ডির (Malla Reddy) বাড়িতে হানা দিল আয়কর দফতর (Income Tax Department)। মঙ্গলবার সাতসকালে আয়কর দফতরের প্রায় ১৭০ জন আধিকারিক শ্রমমন্ত্রীর (Labor inister) বাসভবনে তল্লাশি অভিযান শুরু করেন। তবে শুধু মাল্লা রেড্ডির বাড়িই নয়, তাঁর ছেলে মহেন্দ্র রেড্ডি (Mahendra Reddy), জামাই মাররি রাজশেখর রেড্ডির (Rajsekhar Reddy) কলেজেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। তবে এদিনের ঘটনায় বিজেপির রাজনৈতিক প্রতিহিংসাকেই কাঠগড়ায় তুলেছে টিআরএস শীর্ষ নেতৃত্ব। টিআরএস-এর অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি (BJP) এমন কুৎসিত রাজনীতি (Dirty Poitics) শুরু করেছে। তবে এসব করে লাভের লাভ কিছুই হবে না।

মঙ্গলবার সকালে আয়কর দফতরের অন্তত ৫০টি দল একসঙ্গে তল্লাশি অভিযানের কাজ শুরু করে। ১৫০ থেকে ১৭০ জন আয়কর আধিকারিক বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। মাল্লা রেড্ডি গোষ্ঠীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। তা সরেজমিনে মিলিয়ে দেখতেই মঙ্গলবার সাতসকালে ময়দানে নেমে পড়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। গোটা অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও তেলঙ্গানা জুড়ে মাল্লা রেড্ডি গোষ্ঠীর একাধিক মেডিক্যাল কলেজ (Medical College), ডেন্টাল কলেজ এবং হাসপাতালে (Dental college and Hospital) জারি রয়েছে তল্লাশি। পাশাপাশি তল্লাশি চলছে একটি অভিজাত ইঞ্জিনিয়ারিং কলেজেও (Engineering College)।

এদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao) বিজেপির দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ ভোটের লড়াইয়ে পেরে উঠবেনা বুঝেই বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অকারণে হেনস্থা করছে। তবে এসব করে কিছুই লাভ হবে না।

Related articles

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...
Exit mobile version