Saturday, November 15, 2025

মোদির মতো নিষ্ঠুর কেউ নাই: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গান বাঁধলেন তিতুমীর, গোঁসা বিজেপির

Date:

‘ওরে ভাই রে ভাই, নরেন্দ্র মোদির মতো নিষ্ঠুর কেউ নাই’। প্রধানমন্ত্রীকে (Prime Minister Narendra Modi) নিয়ে গান বেঁধে রীতিমতো সাড়া ফেলেছেন বাংলার এক লোকশিল্পী (Folk Artist)। মোদি বন্দনা নয়, গানের প্রতিটি ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করেছেন তিনি। শিল্পীর নাম তিতুমীর (Titumir)। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে শিল্পীর গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) হটকেক। তবে তিতুমীরের এই গান বিরোধীদের হাত শক্ত করলেও রীতিমতো ক্ষুব্ধ বঙ্গ বিজেপি (BJP)। ইতিমধ্যে লোকশিল্পীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগে মানহানির মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লোকশিল্পী তিতুমীরের আসল নাম মীর আল্লামা কবির। কিন্তু সবাই তাঁকে তিতুমীর নামেই বেশি চেনেন। উত্তরবঙ্গের কোচবিহারের (Coochbehar) দিনহাটা মহকুমার অন্তর্গত পিকনিধারা গ্রামের বাসিন্দা তিনি। আগে গ্রামটির কথা কেউ না জানলেও এই লোকশিল্পীর দৌলতে গ্রামটির নাম বর্তমানে বেশ জনপ্রিয়। এবার আলোচনা করা যাক এমন কী আছে তিতুমীরের গানে? যা নিয়ে এতকিছু? তিতুমীর গানে গানে বলেন, ১০০ দিনের করিলাম কাজ, ১ বছর হইল কাজের টাকা না দিলু আজ, গরিব মানুষের বাঁচার উপায় নাই। আইবিএফের না পাই টাকা, ব্যাঙ্ক যাইয়া দেখি অ্যাকাউন্ট ফাঁকা। বাংলার মানুষ বাঁধো জোট, সামনে আইছে পঞ্চায়েত ভোট, টাকা মারা বিজেপির পাশে নাই লোক। বিজেপি নেতার কান ধরিয়া, কাজের টাকা নিবেন আদায় করিয়া, আমরা একশো দিনের কাজের টাকা চাই।’ একশো দিনের কাজের টাকার দাবিতে তিতুমীরের এই গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাংলার ঘরে ঘরে ভালোই সাড়া ফেলে দিয়েছে।

তিতুমীর রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সরকারি প্রকল্প নিয়ে গত এক দশক ধরে নিজেই গান বাঁধেন। তারপর সেই গান গলায় দোতারা ঝুলিয়ে গ্রামে গ্রামে গেয়ে বেড়ান। এভাবেই এলাকার মানুষের মধ্যে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছন তিনি। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। নির্বাচনের আগে বাংলার প্রতি কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের বঞ্চনা নিয়ে বার বার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মমতার প্রতিবাদের ভাষাই যেন নতুন করে সুর পেয়েছে তিতুমীরের গানে। একশো দিনের কাজের টাকা দেওয়ার দাবিতে তাই নতুন গান বেঁধেছেন তিতুমীর। এই গানকে হাতিয়ার করেই কোচবিহার জেলার একের পর এক গ্রাম ঘুরে জনমত গড়ে তুলছেন তিনি। গ্রামের লোকেরাও মাথা দোলাচ্ছেন সেই গানের সুরে সুরে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version