Tuesday, November 4, 2025

জেলে খাবারের থালায় ৪পিস মাছ, ৬পিস মাংসের আবদার পার্থর, বায়না জুড়েছেন মোবাইলেরও

Date:

এসএসসি (SSC) ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) বর্তমানে আলিপুরের প্রসিডেন্সি জেলে (Presidency Jail) বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বেলের (Bail) জন্য অনেক চেষ্টা করেও তাঁর ঠাঁই সেই জেল। তবে বন্দি পার্থর একের পর এক আবদারে জেরবার জেল কর্তৃপক্ষ।

অসমর্থিত সূত্রে খবর, একদিকে যেমন খাবার থালায় পর্যাপ্ত মাছ-মাংসের আবদার জুড়েছেন, সেই সঙ্গে মোবাইল ফোনের (Mobile) বায়না জুড়েছেন। টিভির আবদারও রয়েছে সেই তালিকায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর স্নানের জন্য লম্বা সময় নিয়েও বিরক্ত জেল কর্তৃপক্ষ।

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পার্থ চট্টোপাধ্যায়ের সেল নম্বর-২’এর সামনে বড় প্লাস্টিকের ড্রামে জল রাখা হয়। এত দিন তিনি মগ দিয়ে ড্রাম থেকে জল নিয়ে স্নান করতেন। সম্প্রতি তিনি স্নান করিয়ে দেওয়ার জন্য একজনকে চাইছেন। যিনি ড্রাম থেকে জল নিয়ে তাঁর গায়ে ঢালবেন। তবে জেল কর্তৃপক্ষর বক্তব্য, পার্থবাবু শারীরিকভাবে অসক্ষম নয়। তিনি অসুস্থও নন। ফলে আইনিভাবে তাঁর জন্য এমন বন্দোবস্ত করা সম্ভব নয়।

জেল কর্তৃপক্ষের দাবি, বন্দিরা সকলেই সপ্তাহে তিনদিন দুপুরে আমিষ খাবার পান। সেক্ষেত্রে মাছ থাকলে দু-পিস এবং মাংস হলে মাথাপিছু চারপিস। কিন্তু পার্থবাবু তাঁর জন্য চার পিস মাছ ও ছয় পিস মাংস দিতে হবে বলে দাবি করছেন।

এদিকে মোবাইলের বায়নাও জুড়েছেন পার্থবাবু। সেটাও বেআইনি। জেলের নিয়মে, প্রত্যেক বন্দি জেল থেকে দশ মিনিট যে কোনও তিনটি নম্বরে ফোন করতে পারে। পার্থ চট্টোপাধ্যায় দুটি নম্বরে ফোন করেন। একজন তাঁর আইনজীবী, অন্যজন আত্মীয়।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version