Wednesday, November 5, 2025

জেলে খাবারের থালায় ৪পিস মাছ, ৬পিস মাংসের আবদার পার্থর, বায়না জুড়েছেন মোবাইলেরও

Date:

এসএসসি (SSC) ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) বর্তমানে আলিপুরের প্রসিডেন্সি জেলে (Presidency Jail) বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বেলের (Bail) জন্য অনেক চেষ্টা করেও তাঁর ঠাঁই সেই জেল। তবে বন্দি পার্থর একের পর এক আবদারে জেরবার জেল কর্তৃপক্ষ।

অসমর্থিত সূত্রে খবর, একদিকে যেমন খাবার থালায় পর্যাপ্ত মাছ-মাংসের আবদার জুড়েছেন, সেই সঙ্গে মোবাইল ফোনের (Mobile) বায়না জুড়েছেন। টিভির আবদারও রয়েছে সেই তালিকায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর স্নানের জন্য লম্বা সময় নিয়েও বিরক্ত জেল কর্তৃপক্ষ।

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পার্থ চট্টোপাধ্যায়ের সেল নম্বর-২’এর সামনে বড় প্লাস্টিকের ড্রামে জল রাখা হয়। এত দিন তিনি মগ দিয়ে ড্রাম থেকে জল নিয়ে স্নান করতেন। সম্প্রতি তিনি স্নান করিয়ে দেওয়ার জন্য একজনকে চাইছেন। যিনি ড্রাম থেকে জল নিয়ে তাঁর গায়ে ঢালবেন। তবে জেল কর্তৃপক্ষর বক্তব্য, পার্থবাবু শারীরিকভাবে অসক্ষম নয়। তিনি অসুস্থও নন। ফলে আইনিভাবে তাঁর জন্য এমন বন্দোবস্ত করা সম্ভব নয়।

জেল কর্তৃপক্ষের দাবি, বন্দিরা সকলেই সপ্তাহে তিনদিন দুপুরে আমিষ খাবার পান। সেক্ষেত্রে মাছ থাকলে দু-পিস এবং মাংস হলে মাথাপিছু চারপিস। কিন্তু পার্থবাবু তাঁর জন্য চার পিস মাছ ও ছয় পিস মাংস দিতে হবে বলে দাবি করছেন।

এদিকে মোবাইলের বায়নাও জুড়েছেন পার্থবাবু। সেটাও বেআইনি। জেলের নিয়মে, প্রত্যেক বন্দি জেল থেকে দশ মিনিট যে কোনও তিনটি নম্বরে ফোন করতে পারে। পার্থ চট্টোপাধ্যায় দুটি নম্বরে ফোন করেন। একজন তাঁর আইনজীবী, অন্যজন আত্মীয়।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version