Sunday, November 9, 2025

২০ দিনের কঠিন লড়াইয়ের পর চলে গেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেই শোক ভুলে নিজেলে এখনও সামলাতে পারছেন না অভিনেতা সব্যসাচী চৌধুরী। রবিবার ঐন্দ্রিলা শর্মার জীবনাবসানের পর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে দিয়েছিলেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত অভিনেতা।এবার তাঁর ইনস্টাগ্রামেও ‘ডিঅ্যাকটিভেট’ করলেন তিনি। কিন্তু কেন?

আরও পড়ুন:ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেললেন সব্যসাচী

সোশাল মিডিয়ায় মশগুল থাকতে পছন্দ করতেন না সব্যসাচী। ঐন্দ্রিলা নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সোশাল মিডিয়া আমি বেশি ব্যবহার করি। ও (সব্যসাচী) ফোন বেশি ব্যবহার করে।” ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রীর কারণেই নেটপাড়ায় সক্রিয় হয়েছিলেন টিভির বামখ্যাপা। ২০২১ সালে যখন দ্বিতীয়বার ঐন্দ্রিলার ক্যানসার ধরা পড়ল, সেই সময় ফেসবুকে তাঁর স্বাস্থের ব্যাপারে আপডেট দিতে শুরু করেন সব্যসাচী। অভিনেত্রী কেমন আছেন, তা নিয়ে অনুরাগীরা চিন্তায় থাকতেন। কেউ যাতে ঐন্দ্রিলার পরিবারকে বিরক্ত না করেন, সেই কারণেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর দিতেন তাঁর সঙ্গী সব্যসাচী।

কিন্তু সঙ্গী আর নেই। রবিবারই তাঁকে চিরবিদায় জানিয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকেই স্তব্ধ হয়ে গিয়েছেন সব্যসাচী চৌধুরী। পরিবারের সঙ্গে থাকলেও কারর সঙ্গেই বিশেষ কথা বলছেন না। তবে মাঝেমধ্যে নিয়ম করে ঐন্দ্রিলার কুঁদঘাটের বাড়িতে তাঁর মা-বাবার পাশে থাকার চেষ্টা করছেন সব্যসাচী। তবে নিজের অনুভূতি প্রকাশ্যে আনছেন না।

বরাবরই চুপচাপ ছিলেন অভিনেতা সব্যসাচী। আর এই  ইন্ট্রোভার্ট ছেলেটাকেই আগলে রাখতেন অভিনেত্রী ঐন্দ্রিলা চৌধুরী। ২০১৭ সালে কালার্স বাংলার ‘ঝুমুর’ সিরিয়ালের সেটে আলাপ দুজনের। তারপর থেকেই বন্ধুত্ব । পরে যা আরও গাঢ় হয়ে ওঠে। দ্বিতীয়বার ক্যানসারের সঙ্গে যখন ঐন্দ্রিলা লড়াই করছেন, তখন পাশে সহযোদ্ধা হিসেবে থেকেছেন সব্যসাচী। গত ১৯ নভেম্বর তাঁর ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে হাওড়ার হাসপাতালই ছিল অভিনেতার ঠিকানা।কিন্তু কাছের মানুষ চলে যাওয়ার পর থেকেই আর কোনও কিছুতেই মন নেই অভিনেতার।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version