Monday, May 5, 2025

কার নির্দেশে শূন্যপদে ‘অযোগ্যদের’ নিয়োগের জন্য আবেদন? জানতে CBI তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

নিয়োগ দুর্নীতি মামলায় ফের CBI তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। “কার নির্দেশে অযোগ্যদের শূন্যপদে নিয়োগের জন্য আবেদন কমিশনের?” এই প্রশ্ন তুলে সিবিআই তদন্তের নির্দেশ দিল।

শূন্যপদে প্রথমে যাঁদের চাকরি বাতিল হয়, তাঁদের পরিবারের কথা ভেবে পুর্নবহালের আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu) তীব্র সমালোচনার পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে কমিশন। সেই মামলাতেই এদিন অযোগ্য চাকরিপ্রার্থীদের পুনর্বহালের আবেদন প্রত্যাহার করার অনুমতি চায় স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সব দিক খতিয়ে না দেখে আবেদনপত্র প্রত্যাহার করার অনুমতি দিতে চাননি বিচারপতি। কমিশনের আইনজীবীদের কাছে বিচাপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, কার নির্দেশে এই আবেদন করা হয়? কমিশনকে সামনে রেখে কার নির্দেশে শূন্যপদে অবৈধদের নিয়োগ? কে করল বেনামি আবেদন? যার উত্তর না পেয়ে সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সিবিআইকে তদন্ত শুরুর নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, “এটা একটা সংগঠিত অপরাধ, যোগ্যরা রাস্তায় ঘুরছে, অযোগ্যদের নিয়োগ!” তদন্ত করে সিবিআইকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর মতে, কমিশনের নামে আবেদন হলেও, এটা কমিশনের করা নয়, কেউ করিয়েছে, শূন্যপদে অবৈধদের চাকরির জন্য আবেদন, এটা বেনামি আবেদন বলে প্রাথমিক পর্যবেক্ষণে জানান বিচারপতি। বৃহস্পতিবার, সকাল সাড়ে ১০টায় স্কুল শিক্ষা সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেন তিনি। শিক্ষামন্ত্রী যদি আদালতে আসতে চান, তাহলে তিনিও স্বাগত- মন্তব্য বিচারপতির।

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version