Tuesday, November 11, 2025

বসার জায়গা পছন্দ নয়, হাস্যকর অজুহাত দেখিয়ে রাজ্যপালের শপথ এড়ালেন শুভেন্দু

Date:

পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল (Governor) হিসেবে শপথ (Oath) নিলেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। শপথবাক্য পাঠে যে কোনও পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন নতুন রাজ্যপাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee), মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ শাসক দলের একাধিক সাংসদ, বিধায়করা। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস(Biman Bose)। উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধানের শপথ অনুষ্ঠানে রীতি ভাঙলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আমন্ত্রণ পেয়েও তিনি এলেন না।

শুভেন্দু প্রথমে জানিয়েছিলেন যে, নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শপথগ্রহণ অনুষ্ঠানে আসবেন তিনি। কিন্তু শপথ গ্রহণের সকালেই আচমকাই টুইট করে রাজ্যের বিরোধী দলনেতা জানান যে, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথিদের বসার জন্য যে আসন বিন্যাস করা হয়েছে, তা নিয়ে আপত্তি রয়েছে তাঁর। দুই বিজেপি ত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর বিশ্বজিৎ দাসের পাশে আসন দেওয়াতেই ক্ষোভ শুভেন্দুর।

টুইটে শুভেন্দু অবশ্য লিখেছেন যে, তিনি পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আসবেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস যদি আজও তাঁকে দেখা করতে বলেন, তাহলে তিনি যাবেন আজই রাজভবন যাবেন।

এদিকে শুভেন্দু অধিকারী শপথগ্রহণ অনুষ্ঠান এড়াতেই তাঁকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতার এমন আচরণ অসৌজন্যের ও মিথ্যাচার বলে তোপ দেগেছেন তিনি। এই সবটাই সিবিআই ও ইডির হাত থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী নাটক করছেন বলেও তোপ দাগেন কুণাল।

 

Related articles

পুলওয়ামা ‘ককাস’ দিল্লি বিস্ফোরণের মূল মাথা? ওমর কি নিজেই মানববোমা?

দিল্লি বিস্ফোরণে নাম উঠে এল জঙ্গি ওমরের(Terrorist Umar )। ওমর কী করছিলেন বিস্ফোরণের সময়? দিল্লি পুলিশের সিসিটিভিতে দেখা...

KIFF: হল ভরিয়ে ভরিয়ে কোমল গান্ধার দেখলেন দর্শকরা, ‘সিনেমায় রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে সান্ধ্য-আড্ডা 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) ষষ্ঠ দিনে সকাল সকাল 'কোমল গান্ধার' (Komal...

খুন-ধর্ষণ-নরমাংস ভক্ষণের অভিযোগ! শীর্ষ আদালতে বেকসুর খালাস নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ ও নরমাংস ভক্ষণের নারকীয় কাণ্ডের অভিযোগ ছিল। নিঠারি হত্যাকাণ্ডের (Nithari Murder Case) ঘটনা...

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...
Exit mobile version