Thursday, August 28, 2025

রণক্ষেত্র বিশ্বভারতী!টানা ১০ ঘণ্টা পর ঘেরাও মুক্ত উপাচার্য

Date:

ফের রণক্ষেত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিক্ষোভরত পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিতেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে বিক্ষোভ শুরু হয় পড়ুয়াদের। এর জেরেই বুধবার বিকেল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মধ্যরাতে ছাত্রছাত্রীদের সঙ্গে ধ্বস্তাধস্তি বেঁধে যায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের। এরপর শাবল-গাঁইতি দিয়ে তালা ভেঙে উপাচার্যকে ঘেরাও মুক্ত করেন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা। শেষমেশ বোলপুরের এসডিপিও-র ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন:উপাচার্যের পদত্যাগের দাবি ,পড়ুয়া বিক্ষোভে উত্তেজনা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে

শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনা-সহ একাধিক দাবিতে বুধবার বিকেলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কাছে গিয়েছিলেন পড়ুয়ারা।অভিযোগ,উপাচার্য তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ওই পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন। এই খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। বিকেল ৪টে নাগাদ উপাচার্য পদত্যাগের দাবিতে তুলে তাঁকে ঘেরাও করে পড়ুয়ারা। শুরু হয় বিক্ষোভ। পড়ুয়ারা দাবি তোলেন, বিদ্যুৎ চক্রবর্তী পদত্যাগ না করা পর্যন্ত ঘেরাও চলবে। রাত দুটো পর্যন্ত উপাচার্য নিজের দফতরেই বন্দি ছিলেন উপাচার্য।

মধ্যরাতে বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ শুরু হয়।পরে নিরাপত্তারক্ষীরা শাবল, গাইতি নিয়ে তালা ভেঙে উপাচার্যকে ঘেরাও মুক্ত করে। পড়ুয়াদের মারধরের অভিযোগ তোলা হয় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।পরে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে বিশ্বভারতী। আপাতত গোটা এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয়, তার জন্য নজর রেখেছে অতিরিক্ত বাহিনী।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version