Friday, November 7, 2025

জট খুললো লটারি রহস্যের, নানুরের নুরের কাছ থেকেই অনুব্রতের হাতে যায় টিকিট

Date:

অনুব্রতর (Anubrata Mondal) লটারি রহস্যে (Lottery Mystery) চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের (CBI) হাতে। বলা যায়, কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) তদন্তে জট খুললো বহু চর্চিত লটারি কাণ্ড। অনুব্রত নন, লটারিতে ১ কোটি টাকা জিতেছিলেন নানুরের শেখ নুর আলি। পরে তাঁর কাছ থেকে ঘুরপথে সেই টিকিট কিনে নেওয়া হয়। মোট ৮৩ লাখ টাকায় ওই টিকিট কিনে নেওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর। যিনি লটারির টিকিটটি কিনেছিলেন সেই নুর আলি (Noor Ali) ও যিনি বিক্রি করেছিলেন সেই বাপি গাঙ্গুলিকে (Bapi Ganguly) মুখোমুখি বসিয়ে জেরা করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

নুর আলির বাবা শেখ কটাই জানিয়েছেন, নুর ১ কোটি টাকার লটারি জিতেছিল। কিন্তু অনুব্রত ঘনিষ্ঠ কিছু লোকজন সেই টিকিট তাদেরকে দিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে নুরের উপর। বোলপুরের গাঙ্গুলি লটারির মালিকও সেই টিকিট ফেরত দেওয়ার জন্য চাপ দেয়। ভয়ে বেশকিছুদিন ঘর ছাড়াও ছিলেন নুর আলি। শেষপর্যন্ত লটারি দোকানের মালিক বাপি গাঙ্গুলি ওই টিকিট নুরের কাছ থেকে ৮৩ লক্ষ টাকার বিনিময়ে নিয়ে নেয়। পরে সেই টিকিট কার হাতে গিয়েছে, সেটা তার জানা নেই।

সিবিআই সূত্রে খবর, নুর আলি ও গাঙ্গুলি লটারির মালিক বাপিকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার সময় বাপি গাঙ্গুলি বলেন, ৮৩ লাখ টাকা দিয়ে ওই টিকিটের লেনদেন করা হয়েছিল। বোলপুরের রাহুল লটারি থেকে ওই টিকিটি প্রথমে কেনা হয়েছিল। সেটি কিনেছিল লাকি লটারি নামে একটি দোকান। সেখান থেকে খুচরো বিক্রেতা মুন্না শেখ সেই টিকিট কেনে। মুন্নার কাছ থেকে সেই লটারি কেনে নুর আলি। এবার সেই টিকিটে ১ কোটি টাকা জেতার পর থেকেই সমস্যার শুরু।

অভিযোগ, ওই টিকিট দিয়ে দেওয়ার জন্য নুরের উপরে চাপ সৃষ্টি করা হয়। স্থানীয় বাহিরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভজন ও অনুব্রত ঘনিষ্ট কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় বাপি গাঙ্গুলিকে নিয়ে যায় লটারি টিকিটটি মেলানোর জন্য। পরবর্তীতে নুর আলিকে ৮৩ লাখ টাকা দিয়ে সেই টিকিট কিনে নেওয়া হয়। এরপর অনুব্রত মণ্ডল সেই টিকিটটি ভাঙিয়েছিলেন। এক কোটি টাকা পাওয়ার কথা প্রকাশ্যে এসেছিল। নুর আলির বাবার দাবি, তাঁকে ৭ লাখ টাকা দিয়েছিল তাঁর ছেলে।

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...
Exit mobile version