Thursday, August 28, 2025

এরকমও হয় নাকি! সাধারণ মানুষ নাকি ম্যাজিশিয়ন বোঝা দায়। পরিমাণে বেশি খেতে পারেন অনেকেই কিন্তু তাই বলে কঠিন পদার্থ চিবিয়ে হজম করা! না এটা গল্প হলেও সত্যি। টিউবলাইট, শাকপাতা থেকে শুরু করে বাড়ি তৈরির ইট, মাথার চুল এমনকি ডিমের খোসা পর্যন্ত সবই নিমেষে খেয়ে ফেলছেন এক ব্যক্তি। কিন্তু তাতে হচ্ছে না কোনো সমস্যাই। শুনতে অদ্ভুত লাগলেও এরকম অবিশ্বাস্যই কিছু ঘটছে কোচবিহারের (Coochbehar) রাসমেলায়।

উত্তর ২৪ পরগণা থেকে কোচবিহারের রাসমেলায় শো দেখাতে এসেছেন সুকুমার দাস (Sukumar Das)। মাঠের দক্ষিণ-পূর্ব দিকে তাঁবু খাটিয়ে বসেছেন তিনি। সন্ধ্যে হলে রোজই ভিড় জমছে তাঁবুতে। মেলা ঘুরতে আসা আট থেকে আশি সকলেই তাঁর এই অদ্ভুত প্রতিভার সাক্ষী হতে ভিড় জমাচ্ছেন তাঁবুর সামনে। অদ্ভুত এই অভ্যাসের শুরু কিভাবে তা প্রশ্ন করতে সুকুমার জানান, “ছয় বছর বয়স থেকে এসব অভ্যাস। এত কিছু খেলেও সবই হজম হয়ে যায়। এগুলো থেকে কোন রকমের শারীরিক সমস্যা হয় না।”

শুধু কোচবিহারেই নয়। সুকুমার জানাচ্ছেন কোচবিহারের পাশাপশি নেপাল, অসম, ভুটান, মণিপুর, নাগাল্যান্ড সহ আরও অনেক জায়গায় এই শো দেখিয়েছেন। এই শো দেখিয়েই তাঁর সঙ্গে আরোও সাতটি পরিবারের অর্থ উপার্জন হয়। মেলা কর্তৃপক্ষ জানাচ্ছেন, বারো বছর আগেও একবার কোচবিহারের রাসমেলায় শো দেখাতে এসেছিলেন অদ্ভুত প্রতিভা। এখনও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি তাঁর শো দেখানোর ধরন।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version