Sunday, November 9, 2025

আজ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে পাঁচবারের চ‍্যাম্পিয়ন ব্রাজিল

Date:

বৃহস্পতিবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে পাঁচবারের চ‍্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ সার্বিয়া। এই ম্যাচ দিয়েই কাতার বিশ্বকাপে ‘হেক্সা’ (ষষ্ঠ খেতাব) জয়ের অভিযান শুরু করবে সেলেকাওরা। ‘জি’ গ্রুপে আছে সুইজারল্যান্ড এবং ক্যামেরুনও। ব্রাজিলের আক্রমণভাগ নিয়ে এবার দুশ্চিন্তায় থাকতে হতে পারে প্রতিপক্ষ দলগুলিকে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সব থেকে বেশি গোল করেছে তিতের দলের আক্রমণভাগের ফুটবলাররা। এবার ইউরোপিয়ান ক্লাব মরশুম শুরুর পর থেকে বিশ্বকাপের আগে পর্যন্ত তিতের ছেলেরাই সব থেকে বেশি গোল করেছে। আক্রমণভাগে ৯ ফরোয়ার্ড রেখে বিশ্বকাপ স্কোয়াড বেছে নিয়েছেন তিতে। যাঁরা প্রত্যেকে রয়েছেন গোলের মধ্যে। তিতে জানিয়েছেন, প্রতিপক্ষ যেই হোক, আক্রমণাত্মক ফুটবলের রাস্তা থেকে সরে আসবেন না।

সার্বিয়া ম্যাচের ৭২ ঘণ্টা আগে প্রথম একাদশ তৈরি করে ফেলেছেন তিতে। সুপারস্টার নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রকে আপফ্রন্টে একটু পিছন থেকে খেলাবেন ব্রাজিল কোচ। প্রধান স্ট্রাইকার হিসেবে নাম্বার নাইন পজিশনে তিতের পছন্দ রিচার্লিসন। বাঁ-দিকে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। ডানদিকে সম্ভবত রাফিনহা। একটু নিচ থেকে অপারেট করবেন নেইমার। মাঝমাঠে সম্ভবত কাসিমেরো এবং লুকাস পাকুয়েতার উপর সেকেন্ড বল ধরে খেলা তৈরির দায়িত্ব থাকবে। রক্ষণে নির্ভরতা দেওয়ার দায়িত্ব থাকছে থিয়াগো সিলভা, মার্কুইনহোসের সঙ্গে দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোর উপর। গোলে থাকছেন বিশ্বস্ত অ্যালিসন। সার্বিয়া রক্ষণে লোক বাড়িয়ে রক্ষণাত্মক ফুটবল খেলতে পারে। তাই রক্ষণ ভাঙার প্ল্যান ‘বি’-ও তৈরি রাখতে হচ্ছে তিতেকে।

এদিকে কেরিয়ারের ৭৫ গোল করে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন নেইমার। আর মাত্র দু’টি গোল করলেই ফুটবল সম্রাট পেলের ৭৭ গোলের কীর্তি ছুঁয়ে ফেলবেন ব্রাজিলীয় ফুটবলের পোস্টার বয়। তাই সেলেকাওদের হেক্সা মিশনে নেইমারের রেকর্ডের দিকেও আলাদা নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

আরও পড়ুন:ম‍্যানইউ বিতর্কের মাঝেই আজ নামছেন রোনাল্ডো , বিশ্বকাপে পর্তুগালের প্রতিপক্ষ ঘানা

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version