Wednesday, November 5, 2025

চলতি কাতার বিশ্বকাপে ট্রফি জয়ের অন্যতম ফেভারিট ব্রাজিল। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় গ্রুপ লিগের প্রথম ম্যাচটি খেলতে নামছে পেলে-রোমারিও-রোনাল্ডোদের দেশ। এবার কাতারে সেলেকাওরা ফাইনালে পৌঁছবে বলেই বিশ্বাস রাফিনহার। শুধু তাই নয়, তিতের দলের অ্যাটাকিং মিডফিল্ডারটির দাবি, টুর্নামেন্টে তাঁরা কমপক্ষে ১০বার জালে বল জড়াবেন। তাই গোলের সেলিব্রেশনও ছকা হয়ে গিয়েছে সাম্বার দেশের ফুটবলারদের।

এদিকে বিশ্বকাপের আসরে ফের হেয়ার স্টাইল বদল করলেন ব্রাজিলের মহাতারকা নেইমার। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে হেয়ার স্টাইল নিউ লুক দিলেন নেইমার। গত রাশিয়া বিশ্বকাপে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহের মধ্যে চারবার চুলে নতুন ছাঁট দিয়েছিলেন তিনি। তখনও বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। এবারও সেই পথেই হাঁটলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে চুলে নতুন ছাঁট দিয়েছেন নেইমার।

নেইমারের এই নতুন চুলের ছাঁট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট নারিকো। আসল নাম দেইলসন দস রেইস হলেও তিনি নারিকো নামেই পরিচিত। নেইমারের পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিজের পোস্টে নারিকো লিখেছেন, “আস্থা রাখার জন্য ধন্যবাদ নেইমার। এই মুহূর্তের সঙ্গী হতে পেরে গর্ব বোধ করছি। বিশ্বকাপে প্রথম দিন। ঈশ্বর তোমার ব্রাজিল দলের সহায় হউন।”

নারিকোকে নিয়েই কাতারে গিয়েছেন নেইমার। সেখানে গিয়ে চুলে নতুন ছাঁট দিয়ে হাসিমুখে ছবিও তুলেছেন ব্রাজিল তারকা। ২০১৮ বিশ্বকাপেও নারিকোকে নিজের সঙ্গে রাশিয়ায় নিয়ে গিয়েছিলেন নেইমার।

আরও পড়ুন:ক‍্যামেরুনকে ১-০ গোলে হারাল সুইজারল্যান্ড, গোল করেও উচ্ছাস নেই এম্বেলোর

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version