Monday, August 25, 2025

পরিবারের লোক দেখা করতে এসে মাথায় হাত। বেডে নেই রোগী। মাঝে দুদিন আসা হয়নি। আর তারপর হাসপাতালে এসেই মাথায় হাত পরিবারের সদস্যদের। শুরু হয় খোঁজা-খুঁজির পালা। হাসপাতাল কর্তৃপক্ষকে এরপর বিষয়টি জানালে উল্টে রোগীর পরিবারের দিকেই দায়িত্ব-জ্ঞানহীনতার অভিযোগ তোলে কর্তৃপক্ষ। এসএসকেএম হাসপাতালের ঘটনা।

রোগীর পরিবারের অভিযোগ, আমতলার বাসিন্দা বিশ্বনাথ রায়কে (Biswanath Roy) গত ১৯শে নভেম্বর হার্নিয়া অস্ত্রোপচারের (Operation) জন্য এসএসকেএম-এর মেন ব্লকের কার্জন ওয়ার্ডে ভর্তি করা হয়। দুদিন পর অস্ত্রোপচারের তারিখ দেন চিকিৎসকরা। সেই মতো গত ২১ তারিখ হাসপাতালে (Hospital) পৌঁছয় রোগীর পরিবার। কিন্তু ওয়ার্ডে (Ward) গিয়ে দেখেন বেডে নেই বিশ্বনাথবাবু।

এরপরই বিষয়টি কর্তব্যরত নার্সদের (Nurse) জানানো হয়। বহু খোঁজার পরও রোগীকে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানাতে বাধ্য হন পরিবারের সদস্যরা। কিন্তু পরিবারের দাবি উল্টে তাঁদের দিকেই দায়িত্ব-জ্ঞানহীনতার আঙুল তোলেন এসএসকেএম কর্তৃপক্ষ। এদিকে বিশ্বনাথবাবুর কাছে থাকা ফোনটিও কার্যত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পরিবার।

পরিবারের দাবি, হাসপাতালের সিসিটিভি ফুটেজে (CCTV footage) দেখা গেছে মেন গেট থেকে বেরিয়ে গিয়েছেন বিশ্বনাথবাবু। রোগীকে খুঁজে পেতে এরপর ভবানীপুর থানায় (Bhawanipur Police Station) দারস্থ হন পরিবার। দায়ের করা হয় লিখিত অভিযোগ। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো হদিশ মেলেনি।

ঘটনা প্রসঙ্গে বিশ্বনাথ রায়ের পরিবারের এক সদস্য বলেন, উনি হাঁটাচলা করতে পারতেন। সেই কারণে আমাদের কেউ রাতে হাসপাতালে থাকতেন না। ২১ তারিখ হাসপাতালে গিয়ে দেখি রোগী বেডে নেই। এরপর আমরা জানাই হাসপাতালকে।

অন্যদিকে, এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ার্ড থেকে রোগী নিখোঁজ হওয়ার অভিযোগের ক্ষেত্রে দেখা যায় সংশ্লিষ্ট ব্যক্তি নিজে থেকেই চলে যান। সেক্ষেত্রে গাফিলতির অভিযোগ তোলা ঠিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের প্রতি অভিমান বা চিকিৎসার কারণে তিনি পরিবারের বোঝা হয়ে দাঁড়াচ্ছেন, এই ভাবনা থেকেই ঘটনাগুলো ঘটে। এক্ষেত্রে ঠিক কী ঘটেছে দেখতে হবে। পুলিশি তদন্তে দেখা যাক কী উঠে আসে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version