Sunday, August 24, 2025

প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে তাড়াহুড়ো কেন ? কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে জিজ্ঞাসা সুপ্রিম কোর্টের

Date:

প্রধান নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের নিয়োগ নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। সুপ্রিম কোর্ট আগেই অরুণ গোয়েলের নিয়োগের সমস্ত নথি কেন্দ্রের কাছে চেয়ে পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অরুণ গোয়েলকে নিয়োগের বিষয়ে কেন্দ্র খুব তা ড়াহুড়ো করেছিল। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানতে চান, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে এত তাড়াহুড়ো কেন্দ্র কেন করে?

অরুণ গোয়েলের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে টানা তিন দিন ধরে সুপ্রিম কোর্টের সংবিধানিক বেঞ্চে শুনানি চলছে। শুনানির সময় বার বার সমালোচনার মুখে পড়ে কেন্দ্র। আগের দিন অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্ট প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অরুণ গোয়েলকে নিয়োগের সম্পূর্ণ নথি দেখতে চান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে সম্পূর্ণ নথি পেশ করা হয়। সেই নথি পর্যবেক্ষণ করার পর সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, প্রধান নির্বাচন নিয়োগে কেন্দ্র এত তাড়াহুড়ো করল কেন?

পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জিজ্ঞাসা করেছে, “কেন অতি দ্রুত নির্বাচন কমিশনার নিয়োগ? চব্বিশ ঘণ্টার মধ্যে নিয়োগের পুরো প্রক্রিয়া কীভাবে শেষ হল? কিসের ভিত্তিতে আইনমন্ত্রী চারটি নাম বাছাই করলেন?” এসব প্রশ্নে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নির্ধারিত নিয়মেই নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সরকারের জবাবে আদালত সন্তুষ্ট হয়নি।

নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের নিয়োগের ফাইল বেঞ্চে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল (এজি) আর ভেঙ্কটরামানি বিচারকদের কাছে ফাইলগুলি হস্তান্তর করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সুপ্রিম কোর্টের সংবিধানিক বেঞ্চকে গোটা প্রক্রিয়াটি যাচাই করার অনুরোধ করেন। যদিও আদালত অ্যাটর্নি জেনারেলের কথায় বিশেষ গুরুত্ব দেয়নি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, মানুষকে বোকা বানানোর জন্য এই নিয়োগ প্রক্রিয়াটি রাখা হয়েছে। যেভাবে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে, তা নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেন।

 

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version