Tuesday, January 27, 2026

কীভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত, শিক্ষাসচিবের কাছে জানতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

‘আইনে সংস্থান নেই, তবু কীভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত? রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত সম্পর্কেও শিক্ষাসচিব মণীশ জৈনকে প্রশ্ন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন, কমিশনের আইন অনুযায়ী বেআইনি নিয়োগ করা যায় না। তার পরেও কেন তৈরি করা হল বেআইনি শূন্যপদ?’ বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান,অবৈধ উপায়ে চাকরিপ্রাপকদের চাকরি যাবে না এবং নতুন করে শূন্যপদ পূরণ করা হবে, এ কথা কে বলেছিলেন? এই কাজ করার আগে কোনও আইনি পরামর্শ নেওয়া হয়েছিল?
শিক্ষাসচিব বলেন, ‘বিষয়টি নিয়ে উপযুক্ত স্তর থেকে নির্দেশ এসেছিল।দফতরের সর্বোচ্চ কর্তার নির্দেশ এসেছিল।’ তাঁর দাবি, দফতরের সর্বোচ্চ কর্তা আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছিলেন। এর পরে আইন দফতরের সঙ্গে কথা হয়। এজি-র সঙ্গেও কথা বলা হয় বলে জানান মণীশ জৈন। সঙ্গে সংযোজন, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছিল বিষয়টি নিয়ে।

শিক্ষাসচিব আরও জানান যে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিচারপতি বলেন, আমি এটাই বোঝার চেষ্টা করছি, রাজ্যের মন্ত্রিসভা কী ভাবে অবৈধ চাকরি প্রাপ্যদের চাকরি রক্ষা করতে পারে। এমনকি এ নিয়ে সিদ্ধান্তও নেওয়া হয়েছে! মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কি ভারতীয় সংবিধানের পরিপন্থী নয়? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।এমনকী বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্তের নোট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুরক্ষিত ভাবে গচ্ছিত থাকবে বলে জানিয়ে দেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন বিষয়টি নিয়ে শিক্ষাসচিবকে নানান প্রশ্ন করছেন , সেইসময় শূন্যপদে অযোগ্যদের নিয়োগে ‘বেনামি আবেদন’ মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ।

 

 

spot_img

Related articles

ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জমি হস্তান্তরের নির্দেশ হাই কোর্টের

জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে যে জায়গাগুলির টাকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং অধিগ্রহণ পর্বও মিটে গিয়েছে, কিন্তু জমি...

নবান্নের সামনে ধরনা: শুভেন্দুদের মামলার রায় স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

নবান্নের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারবেন কি বিজেপি বিধায়করা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা এই...

সংশোধনাগারে অতিরিক্ত বন্দি নিয়ে প্রশ্ন হাই কোর্টের! রাজ্যের কাছে রিপোর্ট তলব

পর্যাপ্ত জায়গার তুলনায় অধিক সংখ্যক বন্দি এবং রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে বন্দী মুক্তি নিয়ে কারা বিভাগের ভূমিকায় অসন্তুষ্ট...

প্লেব্যাক ছাড়ছেন অরিজিৎ সিং!

বছরের প্রথম মাসেই বলিউডে বড় ধাক্কা! বলিউডে রোমান্টিক গান যার জন্য নতুন ভাষা পেয়েছিল সেই অরিজিৎ সিং এবার...