Sunday, November 9, 2025

৯ ঘণ্টা পার। এখনও রাজধানীর বৈদ্যুতিন যন্ত্রের বাজারে জ্বলছে আগুন। বৃহস্পতিবার রাতে আগুন লাগলে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ভগীরথ প্যালেস এলাকা। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের একাধিক দোকানে। রাতভর আগুন নেভানোর চেষ্টা করা হলেও, শেষ খবর পাওয়া অবধি এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও ঘটনাস্থলে রয়েছে দমকল। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: চিনের কারখানায় ভয়াবহ আগুন! বাড়ছে মৃ*তের সংখ্যা

বৃহস্পতিবার রাতে ভগীরথ প্যালেস এলাকায় একটি বৈদ্যুতিন যন্ত্রের বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক দোকান থাকায় এবং সবকটি দোকানেই দাহ্য পদার্থ থাকায়, আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে ঘটনাস্থলে পরে দমকলের আরও ইঞ্জিন নিয়ে আসা হয়।

চাঁদনিচক লাগোয়া এই অঞ্চল সরু গলি হওয়ায় একদিকে দমকলের যেমন ঢুকতে বেগ পেতে হয়, তেমনই ইলেকট্রনিক পণ্যের দোকানে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষেই আশেপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে যায়।রাতভর দমকলবাহিনী আগুন নেভানোর চেষ্টা চালায়।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ। তিনি বলেন, “পরিস্থিতি খুব একটা ভাল নয়। দমকলের ৪০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। আশা করা হচ্ছে সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি, তবে ভাগীরথ বিল্ডিংয়ের একটা বড় অংশই আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version