Wednesday, November 12, 2025

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। বাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি। এফসি গোয়ার বিরুদ্ধে লজ্জার হার ভুলে শনিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে মোহনবাগান। যুবভারতীতে প্রতিপক্ষ আইএসএলের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি। জনি কাউকোর মতো তারকা মিডফিল্ডারকে চোটের কারণে পাওয়া যাবে না। চোট রয়েছে আর এক বিদেশি ফ্লোরেন্তিন পোগবারও। ফলে কোচ জুয়ান ফেরান্দোর হাতে বাকি চার বিদেশিই রয়েছে। হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ, ব্রেন্ডন হ্যামিল এবং দিমিত্রি পেত্রাতোসই খেলবেন সবুজ-মেরুনের প্রথম একাদশে।

হায়দরাবাদ দলে বার্থোলোমিউ ওগবেচের মতো স্ট্রাইকার এবং জোয়াও ভিক্টরের মতো মাঝমাঠের ফুটবলার রয়েছেন। বিশেষ করে অভিজ্ঞ নাইজেরিয়ান স্ট্রাইকার ওগবেচে যে কোনও মুহূর্তে গোল করে ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই সতর্ক থাকতে হবে হ্যামিল-প্রীতম কোটালদের। কোচ জুয়ান বলেছেন, ‘‘গোয়া ম্যাচ অতীত। এখন হায়দরাবাদ ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে হবে আমাদের।’’ বুমোস বলেন, ‘‘কাউকোর অভাব পূরণ করতে হলে টিম গেমে জোর দিতে হবে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’’ অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রি বলেছেন, ‘‘হায়দরাবাদের প্রায় সব খেলাই দেখেছি। আমার এক অস্ট্রেলীয় বন্ধু ফুটবলার ওদের দলে আছে। ওর কাছে শুনেছি, প্রায় পুরো দলটা তিন বছর একসঙ্গে খেলছে। সেই সুবিধাটা ওরা পাচ্ছে। আমাদেরও অনেক ফুটবলার একসঙ্গে খেলছে। তাই জয়ের ব্যাপারে আশাবাদী।’’

এদিকে, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে শুক্রবার শহর ছাড়ল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:শেষ মূহুর্তের গোলে ওয়েলস-কে ২-০ ব‍্যবধানে হারাল ইরান

 

Related articles

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...
Exit mobile version