Friday, August 22, 2025

চারিদিকে এখন বিয়ের মরশুম (Wedding Season)। অলিতে গলিতে সপ্তপদী যাত্রা যেন লেগেই আছে। তবে বিয়ের সফরে হেলিকপ্টার (helicopter) চড়ে যাত্রা শুরু করা বর একটু বিরল বটে। কিন্তু কলকাতার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের (Sagar Dutta Medical College Hospital) ওই চিকিৎসক প্রভাত কুমার (Pravat Kumar)এই কাজটি করে দেখালেন। ডাক্তারের ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায় বাবার শেষ ইচ্ছে পূরণেই বর বেশে হেলিকপ্টার (Helicopter) চড়লেন তিনি।

৩৫ বছরের প্রভাত কুমার বিহারের (Bihar) বাসিন্দা।কলকাতার সরকারি হাসপাতালের চিকিৎসকও বটে। ছেলের বিয়ে নিয়ে বাবার মনে চরম উন্মাদনা ছিল। বিহারের প্রত্যন্ত গ্রামের কৃষক রামানন্দ সিং তাই ছেলের বিয়েতে চমকপ্রদ কিছু করার কথা ভেবে রেখেছিলেন। সেই মতো ছেলেকে বলেন হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যাওয়ার কথা। সবকিছু সেই মতোই এগোচ্ছিল। কিন্তু তাঁর ইচ্ছে পূরণের মুহূর্তের সাক্ষী থাকতে পারলেন না রামানন্দ নিজেই। র*ক্তে সংক্রমণজনিত সমস্যা নিয়ে বহু দিন ধরেই ভুগছিলেন প্রভাতের বাবা। বিহারেরই বাসিন্দা বছর ২৮-এর নিশি কুমারীর সঙ্গে ছেলে প্রভাতের বিয়ে পাকা হওয়ার দু’দিনের মধ্যেই মৃ*ত্যু হয় তাঁর। ছেলের সঙ্গে হেলিকপ্টার চড়তে চেয়েছিলেন সেটা হল না। কিন্তু বাবার শেষ ইচ্ছেকে পূর্ণ মর্যাদা দিল চিকিৎসক ছেলে। সূত্রের খবর, দিল্লির একটি বেসরকারি সংস্থা থেকে ২০ লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেন প্রভাত। তাঁর বাবা তাঁকে ছেড়ে চলে গেছেন কিন্তু বাবাকে দেওয়া কথা আর তাঁর অপূর্ণ ইচ্ছের মর্যাদা, এই দুটোকেই নিজের বিয়েতে যথাযোগ্য সম্মানে তুলে ধরল ছেলে। হেলিকপ্টার চড়ে বিয়ে করতে গিয়ে বাবাকে এক পরম তৃপ্তি দিলেন এমনটাই মনে করছেন তাঁর আত্মীয় পরিজনরা।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version