Saturday, August 23, 2025

জামশেদপুরের বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ, সমর্থকদের পাশে থাকতে বললেন জর্ডান

Date:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। রবিবার লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসির। এই ম‍্যাচ জিততে মরিয়া স্টিফেন কনস্ট‍্যাইন্টাইনের দল। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে তৈরি অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডান ও’ ডোহার্টি। জামশেদপুর পৌঁছে এমনটাই জানালেন তিনি।

জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ নিয়ে জর্ডান বলেন,”ওরা ম‍্যাচ জেতার চেষ্টা করবে। অ্যাওয়ে ম্যাচ সব সময় কঠিন। আমি কঠিন ম্যাচ আশা করছি। তবে আমরা যদি নিজেদের উপর নজর রাখি, আমরা কাজটা হাসিল করে আনতে পারব।জামশেদপুরের কিছু চোট-আঘাতের সমস্যা রয়েছে, তবে প্রতিটি দলের এই সমস্যা রয়েছে। ওদের দলে যথেষ্ট গভীরতা রয়েছে। ওদের হাতে অপশন রয়েছে চোট পাওয়া খেলোয়াড়দের পরিবর্তন করার এবং কাজটি সারার।”

ওড়িশার বিরুদ্ধে এগিয়েও থেকেও হার, এই নিয়ে জর্ডান বলেন, “এরকম একটি হার থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। আমার মনে হয় আমরা ওড়িশার বিরুদ্ধে সেরাটা খেলতে পারিনি। আমরা নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে নামার চেষ্টা করব।”

বার বার ব‍্যর্থ দল। তবে সমর্থকরা যে দলের অক্সিজেন, সেটা ভালো জানেন জর্ডান। শেষে ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশে জর্ডান বলেন, “আমরা অনেক বেশি শক্তি পাই যখন সমর্থকদের আমাদের সঙ্গে থাকে, বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে। আমাদের সমর্থকরা অনেক বেশি লড়াকু, যা আমাদের ম্যাচে সাহায্য করে। আমরা মাঠে যেরকম খেলা খেলি, আমাদের সমর্থকরা মাঠের বাইরে আর এক রকম খেলা খেলেন। আমার সব সময় মনে হয় ওরা আমাদের জন্য দারুণ কাজ করছেন।”

আরও পড়ুন:ফের বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ছেঁটে ফেলা হল বিরাটদের এই কোচকে

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version