Thursday, August 21, 2025

শীত পড়তে না পড়তে শহরে এবার উৎসবের (Festival) মেজাজ। কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোরে (Oxford Book Store) তিন দিনের সাহিত্য উৎসব (Literary Festival)। অক্সফোর্ড বুকস্টোরের শতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে পার্ক স্ট্রিটের (Park Street)অক্সফোর্ড বুকস্টোরে উৎসবের সূচনাতেই লিটল ম্যাগাজিন কর্নারের উদ্বোধনের কথা ঘোষণা করা হয়। ২৫, ২৬, ২৭ তিনদিন ধরে এই উৎসবের আয়োজন করা হয়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের জন্য এই সাহিত্য উৎসব অনলাইনেও স্ট্রিমিং করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অক্সফোর্ড বুকস্টোরস আয়োজিত ভারতের প্রথম বাংলা সাহিত্য উৎসব, এপিজে বাংলা সাহিত্য উৎসব (APJ Bangla Sahitya Utsav)-এর অষ্টম বর্ষের উদ্বোধন করেন ভাষাতত্ত্ববিদ, সাহিত্য সমালোচক, শিক্ষাবিদ এবং অভিনেতা পবিত্র সরকার (Pabitra Sarkar)।

সারা ভারতে বাংলা ভাষায় প্রায় ২০০০ লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। এই সব লিটল ম্যাগাজিন অনলাইনে বিক্রির ভাবনা রয়েছে অক্সফোর্ড বুকস্টোরের অনলাইন স্টোরের। পবিত্র সরকার জানান অক্সফোর্ড বুকস্টোর খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। একসময় কলকাতার রাস্তায় কয়েকটা দোকানে লিটল ম্যাগাজিন বিক্রি হত। কিন্তু সেই দোকানগুলো হারিয়ে গেছে। তাই অক্সফোর্ড বুকস্টোরে তাদের জন্য একটা বিশেষ জায়গা সারা বছর ধরে থাকবে–এটা খুবই আনন্দের কথা। সাহিত্য উৎসবের অষ্টম বার্ষিকী সম্পর্কে অক্সফোর্ড বুকস্টোর-এর সিইও এবং এবিএসইউ-র ডিরেক্টর স্বাগত সেনগুপ্ত বলেন, ভারতের প্রথম বাংলা সাহিত্য উৎসব, এপিজে বাংলা সাহিত্য উৎসব-এর আয়োজক শতাব্দিপ্রাচীন অক্সফোর্ড বুকস্টোর। এই উৎসব শুরু হয়েছিল ২০১৫ সালে এবং এবছর সেই উৎসবের অষ্টম বর্ষ। অক্সফোর্ড বুকস্টোরের শতবর্ষ উদযাপন করতে গিয়ে বেছে নেওয়া হয়েছে কলকাতার পার্ক স্ট্রিটের আইকন সদৃশ অক্সফোর্ড বুকস্টোরকে। গত সাত বছরে এবিএসইউ ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠেছে। এখন এই উৎসবের খ্যাতি চারিদিকে ছড়িয়ে গেছে । শুধু ভারতেই নয় ভারতের বাইরে থাকা বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনুরাগীরা এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বিশ্ব পরিসরে এই উৎসবের জনপ্রিয়তার কথা মাথায় রেখে, নভেম্বরের ২৫, ২৬ ও ২৭ তারিখ এই তিন দিন এবিএসইউর লাইভ স্ট্রিমিং হয় এপিজে বাংলা সাহিত্য উৎসব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে।

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version